Advertisement
Advertisement

Breaking News

আইবি-র নয়া প্রধান রাজীব জৈন

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর প্রধান হিসাবে নিয়োগ করা হল অনিল ধসমানাকে৷

Rajiv Jain to be new IB chief, Anil Dhasmana to head RAW
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 8:49 pm
  • Updated:December 17, 2016 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টেলিজেন্স ব্যুরোর নয়া প্রধান হলেন রাজীব জৈন৷ এরই পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান হিসাবে নিয়োগ করা হল অনিল ধসমানাকে৷ নয়া দুই প্রধানেরই কাজের মেয়াদ ২ বছর৷

রাজীব জৈন ঝাড়খন্ড ক্যাডারের আইপিএস অফিসার৷ এতদিন আইবি ডিপার্টমেন্টের স্পেশ্যাল ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন৷ আগামী ৩১ ডিসেম্বর দিনেশ্বর শর্মার মেয়াদ ফুরোলে ২০১৭-র পয়লা জানুয়ারি থেকে জৈন তাঁর স্থলাভিষিক্ত হবেন৷ রাষ্ট্রপতির কাছ থেকে পুলিশ মেডেল পেয়েছেন ১৯৮০-র ব্যাচের এই অফিসার৷ কাশ্মীরের মতো স্পর্শকাতর ডেস্কে কাজ করেছেন দীর্ঘদিন৷

Advertisement

অন্যদিকে, আগামী বছরের শুরতে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর প্রধান রাজিন্দর খান্নার স্থলাভিষিক্ত হবেন অনিল ধসমানা৷ ধসমানা মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮১-র ব্যাচের অফিসার৷ গত ২৩ বছর ধরে ‘র’-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ কাজ করেছেন পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ডেস্কে৷

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ভারতীয় সেনাবাহিনীতেও বেশ কয়েকটি বড় রদবদল করা হয়েছে৷ নতুন চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত৷ এয়ার মার্শাল বি এস ধানোয়া হয়েছেন নতুন চিফ এফ এয়ার স্টাফ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement