Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

রাজস্থানে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে মৃত ৪ শ্রমিক, আহত আরও ৯ জন

ধ্বংসস্তূপের নিচ থেকেই গ্রামবাসীকে ফোনে দুর্ঘটনার কথা জানান এক শ্রমিক। তার পরই শুরু হয় উদ্ধারকাজ।

Rajasthan: Under construction building roof collapsed, 4 dead
Published by: Amit Kumar Das
  • Posted:July 30, 2024 12:39 pm
  • Updated:July 30, 2024 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের(Rajasthan) নাথদ্বারায় ভয়াবহ দুর্ঘটনা। এক নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হল ৪ শ্রমিকের। পাশাপাশি দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। জানা গিয়েছে, সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৫ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ভোরের দিকে উদ্ধার হয় ৪ শ্রমিকের দেহ। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় আরও ৯ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, ওই এলাকার চিকলবাস মেঘওয়াল সম্প্রদায়ের তরফে এক ধর্মশালা নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ প্রায় শেষও হয়ে গিয়েছিল। যার ফলে ছাদের নিচের বাঁশ সরিয়ে নেওয়া হয়। এর পর সোমবার রাত ৯টা নাগাদ ঘর পরিস্কারের কাজ করতে যান শ্রমিকরা। স্কাজ চলাকালীন সাড়ে ৯টা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো ছাদ। ঘটনার জেরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ১৩ জন শ্রমিক। আশেপাশে কোনও ঘরবাড়ি না থাকায় দুর্ঘটনার কথা জানতেও পারেনি কেউ।

Advertisement

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির]

ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থাতেই গ্রামে ফোন করেন এক শ্রমিক এবং গোটা ঘটনায় কথা জানান। খবর পেয়ে গ্রামের মানুষ দুর্ঘটনাস্থলে হাজির হন। খবর যায় স্থানীয় থানায়। রাত্রি ১১টা নাগাদ শুরু হয় উদ্ধারকাজ। নাথদ্বারা ডিএসপি দীনেশ সুখওয়াল নিজেও উপস্থিত হন ঘটনাস্থলে। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। উদ্ধারকাজে নামে এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের জওয়ানরা। ৬টি বুলডোজার ও ড্রিল মেসিনের সাহায্যে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়।

[আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২]

ভোর ৩টে নাগাদ উদ্ধার করা হয় সকলকে। জানা গিয়েছে, চাপা পড়া ১৩ জন শ্রমিকের মধ্যে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। বাকি ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement