Advertisement
Advertisement

এবার পাঠ্যবইয়ে সংযুক্ত হচ্ছে বাজপেয়ীর সাফল্যের কাহিনী

আগামী শিক্ষাবর্ষতেই দেওয়া হবে নতুন বই।

Rajasthan textbooks to teach Atal Bihari Vajpayee’s achievements
Published by: Subhajit Mandal
  • Posted:August 23, 2018 5:41 pm
  • Updated:August 23, 2018 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এ ঘটনা বিরল। অন্তত বিদ্যালয় স্তরের কোনও পাঠ্যপুস্তকে কোনও প্রধানমন্ত্রীর সাফল্য গাথা বর্ণিত নেই। কিন্তু এবার সেটাই করতে চলেছে রাজস্থানের বিজেপি সরকার। রাজস্থানের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষেই স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাফল্যের কাহিনী।

[সম্পত্তির হিসেব দিতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

কী কী নতুন প্রকল্প এনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী? তাঁর আমলে কী কী আর্থিক এবং সামাজিক সংস্কার করা হয়েছিল? এবার এইসব প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবে রাজস্থানের ছাত্রছাত্রীরা। কারণ প্রাক্তন প্রধানমন্ত্রীর আমলের যাবতীয় সাফল্য এবার তুলে ধরা হবে পাঠ্যবইতে। রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানী জানিয়ে দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে বাজপেয়ী জমানার সাফল্যগাথা। ইতিমধ্যেই তিনি রাজস্থান মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি লিখেছেন এ বিষয়ে। মন্ত্রীর নির্দেশ, দ্রুত বাজপেয়ী সংক্রান্ত ভাল লেখা খুঁজে বের করতে হবে এবং তার মধ্যে পাঠ্যবইয়ে পড়ানোর উপযোগী অংশগুলি বাছাই করতে হবে মধ্যশিক্ষা আধিকারিকদের। রাজস্থানের শিক্ষামন্ত্রীর বক্তব্য, কারগিল যুদ্ধ, পোখরানে পরমাণু পরীক্ষা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সর্বশিক্ষা অভিযানের মতো উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে জানা উচিৎ ছাত্রছাত্রীদের। গত ১৮ আগস্ট মধ্যশিক্ষা পর্ষদকে এই চিঠি লিখেছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতো কাজও শুরু করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা। পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির পাশাপাশি রাজ্যের প্রতিটি সরকারি লাইব্রেরিতে যাতে বাজপেয়ীর জীবনীগ্রন্থ পাওয়া যায়, তাও নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে রাজস্থান সরকার।

Advertisement

[অ্যাম্বুল্যান্সের পথ আটকে কংগ্রেসের মিছিল, মৃত্যু সদ্যোজাত শিশুর]

ইতিমধ্যেই মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে নরেন্দ্র মোদির বাল্যকাল নিয়ে বই পড়ানো শুরু হয়েছে। এর আগে ভারতের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীর সাফল্য আলাদা করে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। এই ধরণের ঘটনা সম্ভবত এই প্রথম। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ ভোটের আগে বিজেপি বাজপেয়ীকে আদর্শগতভাবে কাজে লাগাতে চাইছে। ইতিমধ্যেই প্রয়াত প্রধানমন্ত্রীর অস্থি কলস নিয়ে বিস্তর টানাটানি হয়েছে। দেশের প্রতিটি জেলায় তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে, তারপর এই উদ্যোগে রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement