Advertisement
Advertisement
Rajasthan

জয়সলমেঢ় আতঙ্ক! তীব্র শব্দে আকাশ থেকে পড়ল রহস্যময় বস্তু, তদন্তে সেনা

৪০ কিমি দূর পর্যন্ত শোনা গেল রহস্যময় সেই বিস্ফোরণের শব্দ।

Rajasthan sound of explosion in Jaisalmer people in panic
Published by: Amit Kumar Das
  • Posted:August 8, 2024 6:17 pm
  • Updated:August 8, 2024 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর শব্দে কেঁপে উঠল রাজস্থানের জয়সলমেঢ়। প্রায় ৪০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেল সেই রহস্যময় আওয়াজ। এই শব্দ কিসের তা এখনও স্পষ্ট নয়। রহস্যময় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মরু রাজ্যে। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আকাশ থেকে উল্কাপিণ্ড বা তেমন কিছু পড়ার জেরে এমন কিছু ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে সেনা।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জয়সলমেঢ়ের সদর থানা এলাকার কিতা ও বরোদাগাঁওয়ের মধ্যে কোনও কিছু মাটিতে পড়ার জেরে এই শব্দ হয়ে থাকতে পারে। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শব্দ শোনার পর ওই অঞ্চলে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের আগে ওই এলাকায় ড্রোনের মতো কিছু উড়তে দেখা গিয়েছিল। এর পরই শোনা যায় ওই শব্দ। তবে সেই ব্যাপক শব্দের তীব্রতা এতটাই ছিল যে তা ৪০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। কোনও ড্রোন এমন ব্যাপক বিস্ফোরণ ঘটাতে পারে? সন্দেহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এ ক্ষেত্রে উল্কাপিণ্ড বা তেমন কিছু পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সবটাই অনুমানের উপর দাঁড়িয়ে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, মানলেন ইউনুস, শান্তি ফেরানোর আশ্বাস নোবেলজয়ীর]

এদিকে বিস্ফোরণের শব্দ শোনার পর ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। কারও মতে এটি কোনও বোমা বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে। তো কেউ মনে করছেন উল্কাপিণ্ড কিংবা ভিনগ্রহীদের যান। তবে শব্দের উৎস কী তা জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। যে এলাকা থেকে শব্দ শোনা গিয়েছে সেই এলাকায় পৌঁছে গিয়েছে সেনা ও পুলিশের একটি বিশেষ দল।

[আরও পড়ুন: আপাতত তোলা যাবে না এক লক্ষের বেশি টাকা! কেন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাঙ্কের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement