Advertisement
Advertisement
Rajasthan

তদন্তের নামে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, রাজস্থানে সাসপেন্ড ৫৯ বছরের পুলিশ কর্তা

অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।

Rajasthan: Police officer arrested, suspended from duty for 'raping' tribal woman | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Subhajit Mandal
  • Posted:May 6, 2022 10:12 am
  • Updated:May 6, 2022 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ললিতপুরের পর এবার রাজস্থানের ঝালওয়ার। ফের পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এবারে কাঠগড়ায় ৫৯ বছরের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। ওই পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

ঝালওয়ারের ভালতা থানা এলাকার বাসিন্দা ওই মহিলা গত জানুয়ারি মাসে নিজের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই মামলার তদন্তের ভার এসে পড়ে ৫৯ বছর বয়সি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জগদীশ প্রসাদের উপর। অভিযোগ, মামলার তদন্তভার নেওয়ার পর থেকেই নির্যাতিতাকে নানাভাবে উত্যক্ত করছিলেন ওই পুলিশ আধিকারিক। বারবার তদন্তের নামে তাঁকে অকারণে ফোন করা হত। থানায় ডাকা হত।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে থানার ভিতরেই মহিলাকে নগ্ন করে বেল্ট দিয়ে পেটাল পুলিশ! সাসপেন্ড দুই আধিকারিক]

পুলিশ (Rajasthan Police) জানিয়েছে গত সোমবার রাতে গ্রামের একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখন ওই পুলিশ আধিকারিক তাঁকে বাইরে ডাকেন। নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যান পাশের জঙ্গলে। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশকর্মী। তারপর ভয় দেখিয়ে নিজেই মহিলাকে ওই বিয়েবাড়িতে নামিয়ে দিয়ে আসেন। নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনাক্রম জানান। তারপরই তাঁরা ওই পুলিশকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই আদিবাসী মহিলার (Tribal Woman) করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মণিকা সেন। তিনি প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত জগদীশ প্রসাদকে সাসপেন্ড এবং গ্রেপ্তার করেছেন। শুধু তাই নয়, ওই আধিকারিক অবসরের পরও কোনওরকম সরকারি সুযোগসুবিধা পাবেন না। মাস ছ’য়েকের মধ্যেই ওই পুলিশকর্তার অবসর নেওয়ার কথা। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার বয়ান রেকর্ড করানো হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করানো হবে। পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

[আরও পড়ুন: বোরখা সরিয়ে সেলফি নিলেই বিপদ! মুসলিম মহিলাদের হুমকি চরমপন্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের]

কংগ্রেস (Congress) শাসিত রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে। গত দু’মাসে দফায় দফায় সেরাজ্যে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠছে। সেই সঙ্গে ধর্ষণ তথা খুনের ঘটনাও নিত্য নৈমিত্তিক হয়ে উঠছে। যা রাজ্য সরকারের ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement