সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে। বুধবারও ছিল শুনানি। আর সেখানে কেন্দ্র জানিয়ে দিল, ইতিমধ্যেই সাতটি রাজ্য তাদের মতামত জানিয়েছে সমলিঙ্গ বিয়ের বৈধতা নিয়ে। এবং সেই সাত রাজ্যের মধ্যে একমাত্র কংগ্রেসশাসিত রাজস্থানই এই বিয়ের বিরোধিতা করেছে। বাকি রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মণিপুর, অসম ও সিকিম জানিয়েছে, এবিষয়ে মত দিতে তাদের আরও সময় চাই।
গত ১৯ এপ্রিল কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছিল, সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে সমলিঙ্গ বিয়েকে (Same-gender marriage) বৈধতা দেওয়া প্রসঙ্গে মতামত জানতে চাওয়া হয়েছে। এবার জানা গেল, আপাতত একমাত্র রাজস্থান এবিষয়ে কার্যত কেন্দ্রকেই সমর্থন করছে। আশ্চর্যের বিষয় হল, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ কিংবা অসমের মতো রাজ্য যেখানে সময় চাইছে সেখানে কংগ্রেসশাসিত রাজস্থান আগেই তাদের মতামত জানিয়ে কার্যত সমর্থন করল কেন্দ্রকে।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল কেন্দ্র। কেন্দ্রের সেই আপত্তি খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। শুরু হয়েছে মামলার শুনানি। শীর্ষ আদালত জানিয়েছে, ব্যক্তিগত আইনকে স্পর্শ না করে সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়া খুব সহজ কাজ নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.