Advertisement
Advertisement

আত্মহত্যার লক্ষ্যে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, তারপর যা হল…

দেখুন ভাইরাল ভিডিও।

Rajasthan: man narrowly escape train accident
Published by: Subhajit Mandal
  • Posted:October 21, 2018 4:15 pm
  • Updated:October 21, 2018 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে রাখে হরি মারে কে? এই শতাব্দী প্রাচীন প্রবাদের জলজ্যান্ত প্রমাণ মিলল রাজস্থানের ঢোলপুরে। সেখানকার এক যুবকের কীর্তিতে রীতিমতো সরগরম রাজনীতি। উদ্দেশ্য ছিল আত্মহত্যা। সেই লক্ষ্যে ঝাঁপ দিয়েছিলেন ট্রেন লাইনে। উপর দিয়েই চলে গেল আস্ত একটা ট্রেন। তবু বিন্দুমাত্র চোটও লাগল না। অত্যাশ্চর্য এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর স্টেশনে। হতবাক যাত্রীসাধারণ থেকে শুরু করে রেলকর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল।

[অমৃতসরে দুর্ঘটনার প্রতিবাদে রেল অবরোধ, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ]

শুক্রবার সকালে যাত্রীদের ভিড়, ট্রেনে যাতায়াত, সবই চলছিল অন্য দিনের মতোই। রাজস্থানের অন্যতম ব্যস্ত স্টেশন এই ঢোলপুর। কিন্তু ব্যস্ততার মধ্যেই হঠাৎ ছন্দপতন। হঠাৎই দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তাঁর সামনে ঝাঁপিয়ে পড়লেন ওই যুবক। প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিলেও শেষ মুহূর্তে হয়তো মানসিকতার পরিবর্তন হয় যুবকের। লাইনের উপর আড়াআড়িভাবে না শুয়ে লম্মালম্বি শুয়ে পড়েন তিনি। আস্ত ট্রেনটি তাঁর গায়ের উপর দিয়ে বেরিয়ে যায়, অথচ তাঁকে স্পর্শও করেনি।

Advertisement

[যোগীর পথে হিমাচল সরকার, নাম বদলে ‘শিমলা’ হতে পারে ‘শ্যামলা’]

৪০ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, নীল জিন্স ও সাদা শার্ট পরা ওই যুবক লাইনের উপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। উপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের উপর দিয়ে ট্রেনটি যায়। তারপরই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে গেলেন লাইনে। যোগ দিলেন রেলকর্মীরাও। সবাই মিলে ধরে তাঁকে তুলে আনা হয় প্ল্যাটফর্মে। তিনি অক্ষতই থেকে গিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কেনই বা আত্মহত্যা করতে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেনি রেল পুলিশ।

[সেনা-জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত উপত্যকা, খতম ৩ জঙ্গি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement