Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

ধর্ষণের প্রমাণ কই? শুনানিতে দলিত তরুণীকে নগ্ন হতে বললেন নিম্ন আদালতের বিচারক!

বিচারকের বিরুদ্ধে দায়ের হল FIR।

Rajasthan Magistrate Asks Dalit Rape Survivor To StripMagistrate
Published by: Kishore Ghosh
  • Posted:April 3, 2024 3:56 pm
  • Updated:April 3, 2024 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাত্মক অভিযোগ উঠল রাজস্থানের (Rajasthan) এক নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে। আদালত কক্ষের মধ্যে ‘ধর্ষিতা’ এক দলিত তরুণীকে নগ্ন হতে বলেন তিনি! পোশাক খুলে আহত হওয়ার প্রমাণ দিতে বলা হয় তাঁকে। এই ঘটনার পর স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ইতিমধ্যে নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের কারৌলি জেলার। তরুণীর পরিবার জানিয়েছে, গত ১৯ মার্চ ধর্ষতা হন তিনি। এর পর ২৭ মার্চ হিন্দাউন সদর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ডেপুটি এসপি (এসটি-এসসি) মিনা মিনা জানান, ৩০ মার্চ হিন্দাউন নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কেন? ওই ৩০ মার্চ সকালে ধর্ষণের মামলার শুনানির সময় বিচারক আদালত কক্ষের ভিতরে তরুণীকে নগ্ন হতে বলেন বলে অভিযোগ। পোশাক খুলে আহত হওয়ার প্রমাণ দিতে বলেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ‘ওদের ৬০ জায়গার নাম বদলে দেওয়া উচিত’, চিনকে যোগ্য জবাব দেওয়ার দাবি হিমন্তর]

ডেপুটি এসপি জানান, শালীনতার অবমাননার অভিযোগে বিচারকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালত কক্ষে যা ঘটেছে তার রেকর্ডিংও রয়েছে। সেই রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। 

 

[আরও পড়ুন: ছাগলের সঙ্গে অভিনেতা পৃথ্বীরাজের অন্তরঙ্গ দৃশ্য! কী বললেন ‘আদুজিবীথাম’ ছবির পরিচালক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement