Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

পরীক্ষায় বেশি নম্বরের লোভ দেখিয়ে যৌন প্রস্তাব শিক্ষকের! সরকারি স্কুলের ঘটনায় চাঞ্চল্য

অভিযোগ, একাধিকবার ছাত্রীদের আপত্তিকরভাবে ছোঁয়ার চেষ্টাও করেছেন অভিযুক্ত।

Govt school teacher in Rajasthan demands errotic pleasure from girl students | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:December 20, 2020 7:10 pm
  • Updated:December 20, 2020 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক কিংবা গুরু। শব্দগুলির মধ্যেই লুকিয়ে সম্মান-শ্রদ্ধা। শিষ্যের কাছে গুরুই তার আদর্শ। তিনিই সঠিক ভবিষ্যতের দিশা দেখান। কিন্তু রাজস্থানের (Rajasthan) একটি স্কুলে চোখে পড়ল একেবারে অন্য ছবি। বেশি নম্বর দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের যৌন চাহিদা মেটানোর প্রস্তাব দিলেন খোদ শিক্ষক!

আলোয়ার থানার পুলিশের দেওয়া এই খবরে শিউরে উঠছেন স্থানীয়রা। অভিযোগ, এক নয়, বহু ছাত্রীকে পরীক্ষায় বেশি নম্বর কিংবা পাশ করিয়ে দেওয়ার কথা বলে তাদের যৌন মিলনের প্রস্তাব দিয়েছেন সরকারি স্কুলের ওই ‘গুণধর’ শিক্ষক (School teacher) দেব প্রকাশ যাদব। তবে শুধু প্রস্তাব দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ছাত্রীদের অভিযোগ, একাধিকবার তাদের আপত্তিকরভাবে ছোঁয়ার চেষ্টাও করেছেন অভিযুক্ত। কিন্তু এতদিন ধরে তারা সে কথা মুখ ফুটে বলার সাহস পায়নি। পাছে তাদের কথা কেউ বিশ্বাস না করে। তবে সম্প্রতি ব্লকের পর্যবেক্ষক স্কুল পরিদর্শনে যেতেই তাঁর সামনে ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্যাতিতারা।

Advertisement

[আরও পড়ুন: পরিচয় লুকিয়ে হিন্দু মেয়েকে বিয়ে করার জের, উত্তরপ্রদেশে ধৃত মুসলিম যুবক]

আলোয়ার থানার তরফে এক পুলিশ আধিকারিক জানান, ছাত্রীরা অভিযোগ করেছে, অশালীনতার মাত্রা ছাড়িয়েছিলেন ওই শিক্ষক। অনেকের শরীরে আপত্তিকরভাবে হাত দিতেন। তার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়ার জন্য জোর করতেন। তাঁর যৌন চাহিদা না মেটালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ও দেখানো হত ছাত্রীদের। তাদের অভিযোগ শুনে পুলিশকে খবর দেন ব্লক পর্যবেক্ষকই। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই দেব প্রকাশকে শুক্রবার সন্ধেয় গ্রেপ্তার করা হয়। বছর পঁয়তাল্লিশের ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং POCSO আইনেও মামলা রুজু হয়। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে ২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

ঠিক কবে থেকে কতজন ছাত্রীর সঙ্গে এমন অশালীন আচরণ করছিলেন অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশি তৎপরতায় শিক্ষকের হাত থেকে রক্ষা পেয়ে আপাতত স্বস্তিতে ছাত্রীরা।

[আরও পড়ুন: তিন বছরের শিশুকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন! ধর্ষককে ফাঁসির সাজা বিহারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement