Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

ইনস্টাগ্রামে আলাপ! পাকিস্তানি প্রেমিকের সঙ্গে দেখা করতে মরিয়া রাজস্থানের কিশোরী!

সত্যিটা কী?

Rajasthan girl created a fake story of going to Pakistan to meet her lover। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 29, 2023 2:17 pm
  • Updated:July 29, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী ও দুই সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে চলে গিয়েছিলেন রাজস্থানের (Rajasthan) অলওয়ার জেলার অঞ্জু। সেই ঘটনা নিয়ে চাঞ্চল্যের মাঝেই এবার আরেকটি ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গতকাল, শুক্রবার দুপুরে জয়পুরের (Jaipur) বিমান বন্দরে দেখা মিলল এক কিশোরীর, যে পাকিস্তানে (Pakistan) তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতে চায়! স্বাভাবিক ভাবেই একথা জানাজানি হতেই হইচই পড়ে যায়। যদিও পরে জানা যায়, আসল সত্যিটা ঠিক এরকম নয়।

ঠিক কী হয়েছিল? এদিন বিমান বন্দরের টিকিট কাউন্টারে এসে লাহোরের টিকিট চায় ওই নাবালিকা। কিন্তু দেখা যায় তার কাছে কোনও পাসপোর্ট, ভিসা কিংবা অন্য কোনও নথি নেই। তবুও পাকিস্তানে যেতে নাছোড়বান্দা সে। জয়পুর থেকে কোনও উড়ানই পাকিস্তানে যায় না। তাই কাউন্টারে এসে ওই কিশোরী যখন লাহোরের টিকিট চায়, সকলেই ভেবেছিলেন সে হয়তো রসিকতা করছে। পরে সে জানায়, পাকিস্তানে প্রেমিকের কাছে যেতে চায় সে।

Advertisement

[আরও পড়ুন: ‘এবার রাহুলের বিয়েটা দিন’, কৃষক মহিলার আরজিতে কী বললেন সোনিয়া?]

এখানেই শেষ নয়। জেরার মুখে পড়ে অন্য ‘গল্প’ বানায় কিশোরী। বলে, সে আসলে পাকিস্তানি। ৩ বছর আগে ভারতে এসেছে। এখানে কাকা-কাকিমার কাছে থাকে। কিন্তু এবার সে নিজের দেশে ফিরতে চায়। স্বাভাবিক ভাবেই তার এমন কথা শুনে থ হয়ে যান সকলে। খবর যায় পুলিশে।

পরে অবশ্য জানা যায় আসল সত্যি। জানা যায় রাজস্থানেরই রতনপুরে গ্রামের বাসিন্দা ওই কিশোরী। মা-বাবার সামনে একের পর এক প্রশ্নের মুখে অবশেষে সে জানায়, স্রেফ সকলের নজর কাড়তেই এমন পরিকল্পনা করেছিল সে।

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement