Advertisement
Advertisement
Rajasthan

ভয়ংকর কাণ্ড রাজস্থানে, তলোয়ার দিয়ে ৯ বছরের ভাইজির মাথা কেটে নিল নাবালিকা!

দশম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক আচরণে হতবাক পরিবার।

A Rajasthan Girl beheads minor niece | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 1, 2022 8:19 pm
  • Updated:August 1, 2022 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠল তাঁরই আত্মীয় ১৫ বছরের এক নাবালিকার বিরুদ্ধে। তলোয়ার দিয়ে সম্পর্কে ভাইজি ওই শিশুটির মাথা কেটে নেয় নাবালিকা। ভয়ংকর এই ঘটনা ঘটে পরিবারের অন্য সদস্যদের সামনে। পারিবারিক পূজা অনুষ্ঠানের পরেই অস্বাভাবিক আচরণ করে ওই নাবালিকা, দাবি করেছে তার বাবা-মা। তখনই সে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এবং পাশের ঘরে ঢুকে ভাইজির মাথা কেটে নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের দুঙ্গারপুরের (Dungarpur) আদিবাসী এলাকার একটি গ্রামের। অভিযুক্ত নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। হোস্টেল থেকে পড়াশুনো করত সে। দিন চারেক আগে হোস্টেল থেকে বাড়ি ফেরে। সোমবার বাড়িতে দশ মাতার পুজো ছিল। এই পুজোর জন্য গত দু’দিন না খেয়ে ছিল নাবালিকা।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভায় পাশ গণবিধ্বংসী অস্ত্র আইন সংশোধনী বিল]

নাবালিকার বাবা-মায়ের বক্তব্য, পুজো শেষ হতেই অস্বাভাবিক আচরণ শুরু করে তাঁদের মেয়ে। ছুটে গিয়ে পাশের ঘর থেকে তলোয়ার নিয়ে আসে। এবং মা-বাবার উপরে হামলা করে। তাঁরা পালিয়ে বাঁচলে অন্য ঘরে ঢোকে নাবালিকা। সেখানে ছিল সম্পর্কে তার ভাইজি ৯ বছরের শিশু বর্ষা। তলোয়ার দিয়ে বর্ষার গলায় কোপ বসায় নাবালিকা। ধর থেকে মাথা আলাদা করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

স্থানীয় থানার পুলিশ আধিকারিক নরপত সিং (Narpat Singh) বলেন, “পরিবার দাবি করেছে, হঠাৎ আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায় নাবালিকার মধ্যে। পুজোর জন্য দু’দিন সে কিছু খায়নি। তাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ।” এদিকে মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার আগে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। নাবালিকা কেন এমন আচরণ করল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজন মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement