সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে করোনা (CoronaVirus) সংকটের আবহে বাজারে মন্দা। কাজকর্ম তেমন নেই। কোনওমতে সংসার চালাতে হচ্ছে। এর মধ্যে বিদ্যুতের বিল দেখে রাজস্থানের (Rajasthan) কৃষকের চক্ষু জোড়া চড়কগাছে ওঠার উপক্রম। দুই মাসের বিদ্যুতের বিল এসেছিল ৩ কোটি ৭১ লক্ষ ৬১ হাজার ৫০৭ টাকা।
ঘটনাটি রাজস্থানের উদয়পুরের (Udaipur) গিংগলা গ্রামে। সেখানকার বাসিন্দা পেমারাম প্যাটেলের কৃষিকাজ করেই দিন চলে। গ্রামে একটি দোকানও রয়েছে পেমারামের। করোনা (COVID-19) পরিস্থিতিতে লকডাউনের সময় থেকেই দোকানটি বন্ধ ছিল। নিউ নর্মালে মাস দুই হল দোকানটি খুলছেন পেমারাম। তাও সবসময় খোলা থাকছে না দোকান। সেই দোকানেরই কিনা দুই মাসের বিল প্রায় ৩ কোটি ৭১ লক্ষ টাকা আসে। প্রথমে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না পেমারাম। আশেপাশের কয়েকজনকে বিলটি দেখান। তাঁদের মাধ্যমে নিশ্চিত হতেই স্থানীয় বিদ্যুৎ দপ্তরে ছোটেন।
বিদ্যুৎ দপ্তরের সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার গিরিশ জোশী নিজের অফিসের ভুল মেনে নেন। জানান, কোনও কারণে প্রিন্টিং মিসটেক হয়ে গিয়েছিল। তাহলে পেমারামের আসল বিল কত? তাঁর উত্তরে গিরিশ জোশী জানান, ৬ হাজার ৪১৪ টাকা বিল হয়েছিল পেমারামের। ৬ হাজার ৪১৪ টাকার বদলে প্রায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা! এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজস্থানের রাজনৈতিক মহলে। এই ঘটনায় শাসকদল কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপি নেতা গুলাব চাঁদ কাটারিয়া। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রাজস্থানের হাজারেরও বেশি পরিবারের বিদ্যুতের বিল লক্ষাধিক টাকা এসেছে। এমনটা চলতে থাকলে তা আইনশৃঙ্খলার ক্ষেত্রে সুখকর হবে না। বিদ্যুৎ দপ্তরের এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখা উচিত।”
উল্লেখ্য কিছুদিন আগে অত্যাধিক বিদ্যুতের বিল নিয়ে টুইটারে সরব হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরার মতো টলিউড তারকারাও। তবে কোটি টাকা বিদ্যুতের বিল তাঁদেরও আসেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.