সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক বা প্রেমিকাকে প্রচণ্ড ভালবাসেন। বিয়ে করতে চান। কিন্তু মুশকিল হল বাড়ির লোক কিছুতেই আপনার মনের মানুষটির সঙ্গে আপনার বিয়ে দিতে রাজি নয়। আমাদের চারিদিক এমন ঘটনা আকছার ঘটছে। শেষে বাড়ি বা পরিবারের চাপে পড়ে ভালবাসা জলাঞ্জলি দিতে হয় প্রেমিক-প্রেমিকাদের। কেউ আবার বেছে নেন আত্মহত্যার পথ। অনেকে আবার বাবা-মায়ের চোখরাঙানি উপেক্ষা করে চরম সিদ্ধান্ত নেন। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হন। কিন্তু, তারপর…। একেবারেই অনিশ্চিত ভবিষ্যৎ। ঘরবাড়ির ঠিকানা নেই, নিরাপত্তা নেই। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা অনার কিলিং। নিজেদের সম্মান বাঁচাতে নিজেদেরই ছেলেমেয়েকে খুন করে দেন বাবা-মা। এসব রুখতে এবার এগিয়ে আসছে রাজস্থান পুলিশ।
রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে, পারিবারিক আপত্তি-সহ নানা কারণে যারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে বাধ্য হচ্ছেন তাদের পাশে দাঁড়াবে প্রশাসন। যে সমস্ত গৃহহীন যুগল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছেন তাদের জন্য তৈরি করা হতে পারে শেল্টার হোম। এই শেল্টার হোমগুলিতে আশ্রয় পাবেন নবদম্পতি। তাছাড়া তাদের নিরাপত্তা-সহ যাবতীয় সহায়তার ব্যবস্থা করবে পুলিশ। একসময় গোটা দেশেই অনার কিলিংয়ের প্রবণতা ছিল প্রবল। দেশের অন্য প্রান্তে তা খানিকটা নিয়ন্ত্রণ করা গেলেও, উত্তর ভারতে এখনও এই প্রবণতা চরমে। বিশেষ করে রাজস্থানে গত কয়েক বছরে বেড়েছে অনার কিলিং। এই বিপজ্জনক প্রবণতা রুখতেই পালিয়ে বিয়ে করা দম্পতিদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ।
রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে , পালিয়ে বিয়ে করতে চাওয়া প্রেমিক-প্রেমিকাদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে রাজস্থান পুলিশ। একথা জানিয়েছেন স্বয়ং এডিজি জঙ্গা শ্রীনিবাস রাও। মূলত, পলাতক দম্পতিদের যাতে কোনও বিপদে পড়তে না হয়, সেই কারণেই এই ‘শেল্টার হোম’-এর ভাবনা বলে জানানো হয়েছে। যদিও, বিরোধীরা এর মধ্য রাজনীতির গন্ধ পাচ্ছে। বিজেপির কটাক্ষ, পালিয়ে গিয়ে বিয়ে ভারতীয় সংস্কৃতির বিরোধী। এভাবে আসলে সরকার অপসংস্কৃতিকে উৎসাহ প্রদান করছে।
অলঙ্করণ: সুযোগ বন্দ্যোপাধ্যায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.