Advertisement
Advertisement

Breaking News

Ashok Gehlot

করোনায় আক্রান্ত অশোক গেহলট, সোমবারই দেখা করেন রাহুল গান্ধীর সঙ্গে

মারণ রোগে আক্রান্ত রাজস্থানের বিরোধী নেত্রী বসুন্ধরা রাজেও।

Rajasthan Chief Minister Ashok Gehlot and former Chief Minister Vasundhara Raje were tested positive for COVID-19 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 4, 2023 8:42 pm
  • Updated:April 4, 2023 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কবলে পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার নিজেই মারণ রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গেহলট। একদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুরাটে ছিলেন গেহলট (Ashok Gehlot)। কংগ্রেসের আরও একাধিক শীর্ষ নেতা সেখানে ছিলেন। গেহলটের করোনা আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে কংগ্রেসের।

গেহলট মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, রাজ্যে গত কয়েকদিনে করোনা সংক্রমণ বাড়ছে। উপসর্গ সামান্যই। আমি নিজেও করোনা (Coronavirus) আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বাড়ি থেকে কাজ করছি। আপনাদের সকলের নিজের যত্ন নেওয়া উচিত। কোভিড (Covid-19) বিধি মেনে চলা উচিত। শুধু গেহলট নন, তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও কোভিডে আক্রান্ত। মঙ্গলবার তিনিও সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]

সামনেই রাজস্থানের নির্বাচন। তার আগে দুই প্রথম সারির নেতাই কমবেশি ভোটের প্রচার করছেন। স্বাভাবিকভাবেই তাঁদের আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গেহলটের আক্রান্ত হওয়ার খবরে। কারণ কংগ্রেস নেতা একদিন আগেই সুরাটে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছেন। সেখানে কংগ্রেস শাসিত আরও দুরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ছিলেন দলের শীর্ষ নেতারাও।

[আরও পড়ুন: গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার ফল ভুগছে দেশ! অরুণাচল নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের]

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ফের দেশের করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৩ হাজারের গণ্ডি। একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৩৮ জন। বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২১,১৭৯। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ন’জন। বাড়ছে দৈনিক পজিটিভিটি রেটও। এর মধ্যে রাজস্থানে আক্রান্ত হয়েছেন ১৭ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement