সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাগের বশে বনদপ্তরের আধিকারিককে সপাটে চড় কষিয়েছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক। সেই অপরাধের জেরে বিজেপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দিল আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে বিজেপি নেতার এক ঘনিষ্ঠকেও।
ঘটনা ২০২২ সালের। রাজস্থানের বন দপ্তরের ডেপুটি কনজারভেটর ছিলেন রবিকুমার মীনা। অভিযোগ, তাঁর দপ্তরে দলবল নিয়ে ঢোকেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক ভবানী সিং রাজাওয়াত। অফিসে ঢুকে রীতিমতো হুমকি দেওয়ার পাশাপাশি ওই আধিকারিককে প্রকাশ্যে থাপ্পড় মারেন বিজেপি নেতা। প্রাক্তন বিধায়কের দাবি ছিল, অন্যায়ভাবে মন্দিরের কাছে একটি রাস্তার সংস্কারের কাজ আটকে রেখেছেন তিনি। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
এর পর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই আধিকারিক। যার ভিত্তিতে ওই বছর এপ্রিলে রাজাওয়াত ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে জামিন পেয়ে যান তাঁরা। গত ২ বছর ধরে কোটার বিশেষ আদালতে চলছিল এই মামলা। গত বৃহস্পতিবার মামলার শুনানি শেষে রায় ঘোষণা করে আদালত। যেখানে কর্তব্যরত সরকারি আধিকারিককে মারধরের অভিযোগে ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীকে দোষী সাব্যস্ত করা হয়। এবং ৩ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
যদিও এই মামলায় শাস্তি ঘোষণার পর রাজাওয়াত দাবি করেন, তিনি ওই আধিকারিককে থাপ্পড় মারেননি। শুধু তাঁর কাঁধে হাত রেখেছিলেন। কোনও অপরাধ না করে এই ধরনের শাস্তি অন্যায়। তিনি এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.