সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণার একদিন পরই রাজস্থানের (Rajasthan Election) ভোটের দিনক্ষণ বদলে দিল নির্বাচন কমিশন। ২৩ নভেম্বরের বদলে রাজস্থানে এক দফায় নির্বাচন হবে ২৫ নভেম্বর। জানিয়ে দিল কমিশন।
সোমবারই রাজস্থান-সহ পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ঘোষণা অনুযায়ী, ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল রাজস্থানের ভোটগ্রহণ। বুধবার কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর হবে রাজস্থানের ভোট। ফল ঘোষণার দিন অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ ভোটের দিন পিছলেও ভোট গণনা হবে ৩ ডিসেম্বরই।
ভোটের দিন বদলের কারণটা অবশ্য একটু অন্যরকম। জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ওই দিন রাজস্থানে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। ভোট ঘোষণার পরই সেই কারণ দেখিয়ে রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে আবেদন জানিয়েছিল দিন বদলের। সেই আবেদনের প্রেক্ষিতেই দিনবদল করা হয়েছে। কমিশনের বক্তব্য, ঘরে ঘরে বিয়ে থাকায় ২৩ নভেম্বর ভোট হলে ভোটদানের হার কম হত। আবার ভোটের জন্য নিরাপত্তা বাহিনী এবং ভোটকর্মীদের রাখার ক্ষেত্রেও সমস্যা হত।
কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপিও (BJP)। বিজেপি সাংসদ তথা বিধানসভার প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠৌর বলছেন, কমিশন যদি ভেবে থাকে ভোটদানের হার বাড়ানোর জন্য দিন বদল দরকার, তাহলে সেটা তো ভালোই। কংগ্রেসও কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.