Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, রাজস্থানে গ্রেপ্তার দুই ED আধিকারিক

অধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে দুর্নীতি দমন শাখা। 

Rajasthan anti-corruption unit detains probe agency official over alleged bribery | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 2, 2023 2:45 pm
  • Updated:November 2, 2023 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী রাজস্থানে (Rajasthan) কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress)। কদিন আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে জিজ্ঞাসাবাদ করে ইডি (ED), পাশাপাশি মরুরাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এবার সেই ইডি আধিকারিকাদের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে ওই দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্থ আধিকারিক নাভাল কিশোর মিনা এবং তাঁর সহযোগী বাবুলাল মিনার বিরুদ্ধে। একটি চিটফান্ডের মামলার তদন্ত বন্ধ করার বিনিময়ে দুই ইডি আধিকারিক ১৫ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের। এর পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ওই অধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে দুর্নীতি দমন শাখা। 

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

প্রসঙ্গত, ভোটের মুখে ইডির তৎপরতা নিয়ে করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশি অভিযান এবং ছেলেকে সমন পাঠানো নিয়ে গেহলট বলেন, “আমি যা বলে আসছিলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। রাজস্থানে রোজ রোজ ইডির রেড এইজন্যে হয়, যেহেতু বিজেপি চায় না রাজ্যের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান।” এই বিষয়ে সরব হয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement