Advertisement
Advertisement
94 cows die in Rajasthan

রাজস্থানে সরকারি সাহায্যপ্রাপ্ত গোশালায় ৯৪টি গরুর রহস্যমৃত্যু, তদন্তের নির্দেশ প্রশাসনের

এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।

Rajasthan: 94 cows die of suspected food poisoning in govt-aided shelter। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:November 22, 2020 4:44 pm
  • Updated:November 22, 2020 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার গোপাষ্টমী উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় ভগবান কৃষ্ণ ও গরুর পুজো হচ্ছে। ঠিক সেই সময়েই রাজস্থানের সরকারি সাহায্যপ্রাপ্ত গোশালায় ৯৪টি গরুর রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছে অশোক গেহলটের প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের ছুরু (Churu) জেলার সারদারশহর এলাকার বিলুবাস রামপুরা (Bilyubas Rampura) গ্রামে সরকারি সাহায্যপ্রাপ্ত একটি গোশালা রয়েছে। শুক্রবার রাত থেকে সেখানে রহস্যজনকভাবে ৯৪টি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেক গরু। এদিকে এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে ওই গোশালাটি পরিদর্শন করেছেন রাজস্থানের পশুপালন দপ্তরের আধিকারিকরা। সেখানে গরুদের যে খাবার ও জল দেওয়া হত তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: শারীরিক অবস্থা অতি সংকটজনক, করোনাজয়ী হয়েও ভেন্টিলেশনে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ]

এপ্রসঙ্গে পশুপালন দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. জগদীশ বলেন, শুক্রবার রাত থেকে গত ২৪ ঘণ্টায় ওই গোশালায় ৯৪টি গরুর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও গরুগুলিকে যে খাবার ও জল দেওয়া হত তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পরেই রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। অবিলম্বে এর জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে শাস্তি দেওয়ারও দাবি তুলেছে।

[আরও পড়ুন: ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি, মঞ্চে সংবর্ধনা নিতে গিয়ে পড়েই গেলেন বিজেপি সাংসদ রবি কিষেণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement