Advertisement
Advertisement

Breaking News

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুরুগ্রাম, দিল্লি, হায়দরাবাদ

এ রাজ্যেও বিপর্যস্ত ট্রেন চলাচল৷

rains-batter-hyderabad-delhi-gurugram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 12:24 pm
  • Updated:August 31, 2016 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, গুরুগ্রাম, হায়দরাবাদ৷ বুধবার সকালের ব্যস্ত সময়েই প্রবল বর্ষণে জনজীবন রীতিমতো ব্যাহত৷ লম্বা ট্রাফিক জ্যামে থমকে গিয়েছে ব্যস্ত শহর৷ একই ছবি হায়দরাবাদেও৷ দেওয়াল ভেঙে পড়ে সেখানে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে৷এ রাজ্যেও বিপর্যস্ত ট্রেন চলাচল৷

বুধবার সকাল থেকেই প্রবল বর্ষণে ভেসে যায় রাজধানী শহর৷ বৃষ্টির জেরে ইউএস স্টেট সেক্রেটারি জন কেরির সফরের কিছু অংশ বাতিল করা হয়৷ খোদ সেনাপ্রধানও বৃষ্টির কারণে রাস্তায় আটকে পড়েন৷

Advertisement

হায়দরাবাদও সকাল থেকেই ভুগছে বৃষ্টিতে৷ প্রায় ঘণ্টা দু’য়েক সাধারণ মানুষকে বাইরে বেরোতে নিষেধ করা হয় সেখানে৷ বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়৷

অফিস যাওয়ার সময় বৃষ্টির জেরে জ্যামে আটকে পড়ে ব্যাপক নাকাল হন সাধারণ মানুষ৷ লম্বা সময় জ্যামে আটকে থেকে টুইট করে নিজেদের ক্ষোভ জানাতে থাকেন তাঁরা৷ পরিস্থিতি বুঝে কোনও কোনও অফিসে দেরিতে ঢোকার অনুমতি দেওয়া হয়৷গুরুগ্রামে কিছু অফিসে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয় আজকের জন্য৷

 জনজীবন স্বাভাবিক করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement