Advertisement
Advertisement

মোদির ‘বর্ষাতি’ মন্তব্যকে নিম্নস্তরের বললেন রাহুল

প্রধানমন্ত্রী মোদি ক্ষমা না চাইলে গোটা অধিবেশন বয়কটের হুমকি বিরোধীদের৷

Raincout barb, Rahul Gandhi slams PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2017 4:06 am
  • Updated:February 9, 2017 4:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘বর্ষাতি’ মন্তব্যের জেরে বৃহস্পতিবারও উত্তাল দেশের রাজনৈতিক মহল৷ এককাট্টা হয়ে বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি৷ বুধবারই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছিলেন কংগ্রেস সাংসদরা৷ প্রধানমন্ত্রী মোদি ক্ষমা না চাইলে গোটা অধিবেশন বয়কটের হুমকি দিয়েছেন তাঁরা৷ তবে বুধবার রাজ্যসভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর মোদির ‘বর্ষাতি’ মন্তব্যের জবাবে কিছু বলতে চাননি স্বয়ং মনমোহন সিং৷

বুধবার রাজ্যসভায় পূর্বসূরি মনমোহন সিংকে বেনজির আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দীর্ঘ ভাষণের এক ফাঁকে ইউপিএ আমলে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি৷ সেই প্রসঙ্গে এদিন মোদি কটাক্ষ করেন, “এত দুর্নীতি সত্ত্বেও ওঁর পোশাকে একটুও কালির ছিটে লাগেনি৷ একমাত্র ডক্টরসাবই জানেন, কীভাবে বর্ষাতি গায়ে চাপিয়ে বাথরুমে স্নান করতে হয়৷” এরপরই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস৷ কংগ্রেসের দাবি, কোনও প্রধানমন্ত্রী পূর্বসূরির বিরুদ্ধে এত কদর্য ইঙ্গিত করেননি৷ এই মন্তব্য মেনে নেওয়া যায় না৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, যখন প্রধানমন্ত্রী নিজের মান এতটা নিম্নস্তরে নামিয়ে এনে পূর্বসূরিকে কটাক্ষ করেন, তিনি দেশ ও সংসদের মর্যাদা ক্ষুন্ন করছেন৷

Advertisement

বিমানবন্দরের ধাঁচে ঢেলে সাজানো হচ্ছে হাওড়া, শিয়ালদহ-সহ ১৫ স্টেশন

প্রধানমন্ত্রীর সমালোচনা করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, একে সংসদীয় গনতন্ত্র বলে না৷ ওনারা (বিজেপি) এটাকে একনায়কতন্ত্রে পরিণত করছে৷ প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “এতটা কঠিন ও কদর্য মন্তব্য মেনে নেওয়া যায় না৷ এর আগে কোনও প্রধানমন্ত্রী পূর্বসূরির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেননি৷” এদিন রাজ্যসভায় দীর্ঘ ভাষণে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে তাঁর সরকারের লড়াই করার সদিচ্ছাকেই তুলে ধরার চেষ্টা করেছেন মোদি৷ তখনই তাঁর জবাব, “আপনারা যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের ভাষা প্রয়োগ করেন, আপনাদেরও একই ভাষা শুনতে হবে৷” উল্লেখ্য, মঙ্গলবারও লোকসভায় নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ‘ভূমিকম্প’ নিয়ে কটাক্ষ করেছিলেন মোদি৷ এর আগে তিনি মুখ খুললে ভূমিকম্প হবে বলে মন্তব্য করেছিলেন রাহুল৷ উত্তরাখণ্ডে দু’দিন আগে হওয়া ভূকম্পনের উল্লেখ করে কংগ্রেসের দুর্নীতি ও রাহুলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী৷

বিরোধীশূন্য বিধানসভায় পাশ ভাঙচুর বিরোধী বিল

টানা দু’টো মেয়াদে ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ আর সেই সময়েই একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে সরকার৷ কয়লা খনি দুর্নীতি, টুজি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতি, টেলিকম লাইসেন্স বণ্টন, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি–তালিকাটি যথেষ্ট দীর্ঘ৷ কিন্তু নামী অর্থনীতিবিদ মনমোহন বরাবরই সমস্ত ধরনের সন্দেহের ঊর্ধ্বে থেকে গিয়েছেন৷ তাঁর ব্যক্তিগত সততাকে বারবার মূলধন করার চেষ্টা করেছে কংগ্রেস৷ এমনকী, মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেও তাঁকে আক্রমণের মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা হয়েছে৷ অন্যদিকে, বিজেপির মত, মনমোহন কোনওভাবেই ওই সমস্ত দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না৷ দুর্নীতি রোধ করাও প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যেই পড়ে৷ সেই যুক্তিতেই এদিন মনমোহনের বিরুদ্ধে ওই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷

খালি পেটে এই খাবারগুলি একদম খাবেন না

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement