Advertisement
Advertisement

Breaking News

দুর্ঘটনা ও নাশকতা রুখতে ড্রোনের নজরদারি, পদক্ষেপ রেলের

সময়ে ট্রেন চলছে কিনা তাও ধরা পড়বে নজরদারিতে।

Railways to use drone to thwart accident, sabotage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2018 5:52 pm
  • Updated:August 8, 2019 4:35 pm  

সুব্রত বিশ্বাস: লাইনের বিপজ্জনক পরিস্থিতিতে যে সব রেল দুর্ঘটনা ঘটে ,তা রুখতে এবার ড্রোনের ব্যবহার শুরু করছে রেল।পাশাপাশি লাইন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিস্থিতিও এতে নিয়ন্ত্রণে আসবে। মহারাষ্ট্র থেকে ছত্তিশগড় সীমান্তের লাইনগুলি পর্যন্ত প্রথমে এই নজরদারি শুরু হবে। বিপজ্জনক কিছুর আঁচ পেলেই উপযুক্ত সময়ে শুরু হবে রক্ষণাবেক্ষণের কাজ। বিপজ্জনক ও স্পর্শকাতর এলাকাগুলিতে ২৪ ঘণ্টাই নজরদারি চালাবে এই ড্রোন ক্যামেরা। রেল দুর্ঘটনায় লাগাম টানতে পশ্চিম-মধ্য রেলে পাইলট প্রোজেক্ট হিসাবে চালু হতে চলেছে এই রকমের ড্রোন নজরদারি।

 ৪ বছর ধরে কেন মিথ্যাচার সরকারের? ক্ষোভে ফুঁসছে মসুলে নিহত ভারতীয়দের পরিবার ]

Advertisement

রেলের প্রতিটি পরিস্থিত জানতে এবার একাধিক পদক্ষেপ করা হয়েছে। লাইনের বিপজ্জনক পরিস্থিতি, যেমন ফাটল, বিস্ফোরক খুঁজতে এই ড্রোন ক্যামেরা কার্যকরী ভূমিকা নেবে। তেমনই ট্রেন যথাসময়ে চলাচল করছে কি না তাও জানা যাবে এই নজরদারির ফলে। রেল নিজস্ব প্রয়োগে যাত্রী সুরক্ষাকে মজবুত করতে প্রতিটি ডিভিশনকে নির্দেশ দিয়েছে। ডিভিশনগুলির পক্ষে উপযুক্ত পদক্ষেপ করার কাজও শুরু হয়েছে। এবার এই ড্রোন নজরদারি প্রতিটি ডিভিশনে চালু হবে। গত বছর পরপর রেল দুর্ঘটনা ঘটেছিল। পাশাপাশি মাও নাশকতাতেও কখনও বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা। এছাড়া সময়ে ট্রেন চলাচল নিয়েও যাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ।  এই তিন সমস্যাই এক পদক্ষেপে মেটানোর পরিকল্পনা রেলের।  ড্রোন নজদারিতে বেশিরভাগ সমস্যা নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করছে রেল।

[  নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও অ্যাসিড মারার হুমকি দিল সহপাঠী! ]

সুরক্ষায় জোরদার পরিকল্পনা সত্ত্বেও হাওড়া, শিয়ালদহে ট্রেন এসকর্ট বাহিনী নিয়ে শুরু হয়েছে কাজ। এটাকে চরম অনৈতিক কাজ বলে আরপিএফ কর্মীদের অভিযোগ। আরপিএফ ডিজির নির্দেশ, প্রতিটি পোস্ট এর কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে এসকর্ট ডিউটি করানোর। কিন্তু এক্ষেত্রে ওই নির্দেশ না মেনে নির্ধারিত কিছু পোস্টের কর্মীদের এসকর্টে পাঠানো হচ্ছে। এতে কর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে পক্ষপাতিত্ব নিয়ে।

 রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement