Advertisement
Advertisement

১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন

জানেন, ঘণ্টায় কত কিমি বেগে ছুটবে এই ট্রেনগুলি?

Railways to run High Speed trains within 10 years, says prabhu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 3:28 am
  • Updated:March 5, 2017 3:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ‘হাইস্পিড’ ট্রেনের স্বপ্ন আগামী দশ বছরের মধ্যেই বাস্তব হতে চলেছে৷ ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতির ট্রেন ভারতে চালানোর জন্য রেল মন্ত্রক ছ’টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ যদিও সেই আলোচনা একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে৷

শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে রেলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রভু৷ তিনি বলেছেন, এই সংস্থাগুলিকে আমরা ডেকেছি এবং দ্রূতগতির ট্রেন নিয়ে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই বলে জানিয়েছি৷ সংস্থাগুলি তাতে রাজি হয়েছে৷ তারা যদি দ্রূতগতির ট্রেন এখানে তৈরি করতে পারে, তবে তা ভারত থেকে রফতানিও করা যাবে৷

Advertisement

(জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP)

বণিকসভা সিআইআই আয়োজিত তামিলনাডু বিজনেস লিডার্স সামিটে যোগ দিতে রেলমন্ত্রী প্রভু চেন্নাইয়ে এসেছিলেন৷ তবে ভারতে ‘হাইস্পিড’ ট্রেন ছুটতে আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নের জবাবে প্রভু জানান, দশ বছরের মধ্যেই ব্যাপারটি ঘটবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement