সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে টিকিট কেটেছেন অথচ কনফার্ম হয়নি। চিন্তা নেই! দ্রুতই আপনাকে বিমানে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবে ভারতীয় রেল। রাজধানী এক্সপ্রেসে এসি-১ বা এসি-২ টিকিট যদি কনফার্মড না হয়, তাহলে বাড়তি কোনও খরচ ছাড়াই যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বিমানে চাপিয়ে। ট্রেন ও বিমানের ভাড়ার মধ্যে যা পার্থক্য হবে, সেটার ভর্তুকি দেবে রেলই।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে থাকাকালীন গতবছর এই পরিকল্পনা পেশ করেছিলেন অশ্বিনী লোহানি। কিন্তু সেবার রেলের তরফে কোনও সদর্থক প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু এবছর সেই লোহানি রেল বোর্ডের চেয়ারম্যান। এবার তিনি সাফ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া এই প্রস্তাব নিয়ে এলে এবার তিনি সম্মতি জানাবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে লোহানি বলেছেন, ‘যদি এয়ার ইন্ডিয়া এই প্রস্তাব নিয়ে আসে, তাহলে রেল সম্মতি জানাবে।’
[বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে চান? পথ দেখাচ্ছে মোদি সরকার]
প্রায় প্রতিদিনই বহু মানুষ রাজধানীর মতো ট্রেনে এসি-২-তে আন-কনফার্মড টিকিটে যাতায়াত করেন। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যের অভাবই এর জন্য দায়ী। অন্যদিকে, অর্ধেক আসনও ভর্তি হয় না এয়ার ইন্ডিয়ার। এবার লোহানি চান, যাঁদের টিকিট কনফার্ম হয়নি, তাঁদের নাম ও ফোন নম্বর সঙ্গে সঙ্গে পৌঁছে যাক এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে। এয়ার ইন্ডিয়ার তরফে সেই সব যাত্রীদের প্রস্তাব দেওয়া হোক, বিমানে বসে যাত্রা করার। এমনিতেই রাজধানী এক্সপ্রেসের টিকিট ও এয়ার ইন্ডিয়ার টিকিটের দামে বিশেষ ফারাক নেই। কিন্তু এই পদ্ধতিতে রেল ও বিমানের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করে দুই মাধ্যমেই আরও বেশি করে যাত্রী টেনে আনার পক্ষে লোহানি।
কিন্তু প্রশ্ন হল, এয়ার ইন্ডিয়া আর খুব বেশিদিন কেন্দ্রের হাতে থাকছে না। সরকারি এই সংস্থাকে এবার বিক্রির পথে হাঁটছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়া কারও ব্যক্তিগত মালিকানাধীন হয়ে পড়লে তখন কি আর রেলের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইবে, উঠছে প্রশ্ন। এয়ার ইন্ডিয়ারই এক কর্মী নাম গোপন রাখার শর্তে জানালেন, কেন্দ্রের অধীনে একটি এয়ারলাইন থাকলে তবেই রেলের যাত্রীদের বিমানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু কোনও ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা কি আর রেলের শর্ত পূরণ করবে, সংশয়ে ওই কর্মী। তবে লোহানির এই প্রস্তাব যে আধুনিক ও যুক্তিসঙ্গত, সেটা স্বীকার করে নিচ্ছেন প্রায় সকলে। রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারস অফিসারদের ১৯৮০ ব্যাচের লোহানি একা হাতে এয়ার ইন্ডিয়ার নানা সমস্যার সমাধান করেছেন।
[ইন্টারনেটেই খোঁজ মিলছে হোটেলের, পা বাড়াচ্ছে সাহসী যৌবন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.