Advertisement
Advertisement

Breaking News

রাজধানী এক্সপ্রেস

রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত টিকিট পরীক্ষক

অপর অভিযুক্তকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Railways suspended TT after a passenger alleged that she was harassed

ফাইল ছবি

Published by: Bishakha Pal
  • Posted:August 7, 2019 7:17 pm
  • Updated:August 7, 2019 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজধানী এক্সপ্রেসের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। এছাড়া এক প্যান্ট্রি কার কর্মীর বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রেল। টিটিকে সাসপেন্ড করা হয়েছে। প্যান্ট্রি কারের কর্মীকেও আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[ আরও পড়ুন: ফের রেপো রেট কমাল RBI, কমল স্টেট ব্যাংকের ঋণের সুদও ]

ঘটনাটি ঘটে দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে। মঙ্গলবার এক মহিলা অভিযোগ করেন, তাঁকে ট্রেনের ভিতরে শ্লীলতাহানি করা হয়। ঘটনায় ট্রেনের টিকিট পরীক্ষক ও এক প্যান্ট্রি কারের কর্মী জড়িত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। নির্যাতিতা তরফে তাঁর সঙ্গী টুইটে লেখেন, ট্রেনের ওই টিকিট পরীক্ষক প্ল্যান্টি কারের কর্মীর সাহায্যে তাঁর বন্ধুকে শ্লীলতাহানি করেন। আইসক্রিমে মাদক মিশিয়ে তাঁকে খাইয়ে দেওয়া হয়। তিনি যখন অচৈতন্য হয়ে পড়েন। তারপরই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। টুইটে তিনি রেলমন্ত্রককে ট্যাগও করেন। এও জানতে চাওয়া হয়, এফআইআর ছাড়া কি রেল কর্তৃপক্ষ এই টিকিট পরীক্ষক ও রেল স্টাফের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে? নাকি অভিযুক্তরা স্বাধীনভাবেই ঘুরে বেড়াবে আর পরে আবার অন্য কোনও যাত্রীর সঙ্গে এই একই আচরণ করবে?

Advertisement

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই মহিলা একজন ছাত্রী। পরিচয় প্রকাশ পেলে তাঁর জীবনযাপন ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা করছেন তিনি। তাই তাঁর তরফে তাঁর সঙ্গী টুইট করেন। তবে সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুই রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন রেলের পদস্থ কর্তারা। তারপরই পদক্ষেপ নেওয়া হয়। আপাতত ওই টিকিট পরীক্ষককে সাসপেন্ড করেছে রেল। তার নাম এন আর সরোজ। সে রাঁচির টিকিট পরীক্ষক। কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্ত প্যান্ট্রি কারের কর্মীকে।

[ আরও পড়ুন: বাঁধ মানল না আবেগ, সুষমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল মোদি-আডবানীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement