Advertisement
Advertisement

Breaking News

বিনা টিকিটে যাত্রা খোদ রেলের পদস্থ কর্তার, রাজধানী এক্সপ্রেসে শোরগোল

নিময়মাফিক দিতে হল জরিমানাও!

Railways Official caught without ticket in Rajdhani Express
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 2, 2018 5:10 pm
  • Updated:September 2, 2018 5:11 pm  

সুব্রত বিশ্বাস: টিটিই-র নজর এড়িয়ে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন অনেকেই৷ কিন্তু, যদি কোনওভাবে ধরা পড়ে যান, তাহলে আর রক্ষে নেই! যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করেন টিকিট পরীক্ষক৷ আর এবার বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়লেন খোদ রেলের পদস্থ কর্তাই! তাও আবার যে সে ট্রেন নয়, রাজধানী এক্সপ্রেসে৷ মোটা জরিমানা তো দিতে হয়েইছে, অভিযুক্ত রেলকর্তাকে জেরাও করেছে ভিজিল্যান্স বিভাগ৷

[ আরও বিপাকে রবার্ট বঢরা, জমি কেলেঙ্কারিতে দায়ের নয়া অভিযোগ]

Advertisement

ঘটনা ঠিক কী? রাজধানীর মতো দূরপাল্লা ট্রেনে কর্তব্যরত রেল আধিকারিকদের টিকিট কাটতে হয় না৷ তাঁদের ‘ডিউটি পাস’ দেয় রেল৷ কিন্তু, ট্রেনের ওঠার আগে সেই পাসটিকে টিকিটে রূপান্তরিত করিয়ে নিতে হয় রেলকর্মীদেরও৷ তা যদি না করা হয়, তাহলে বিনা টিকিটের যাত্রীদের মতোই জরিমানা দিতে হয় তাঁদেরও৷ নিয়ম মানেননি খোদ হাওড়ার চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার৷ রাজধানী এক্সপ্রেসে ধরা পড়ে যান তিনি৷ জরিমানা দিতে হয়েছে৷ এমনকী, রেল বোর্ডের দপ্তরে নিয়ে গিয়ে রামবাবুকে জেরাও করেছেন ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরাও৷

শনিবার হাওড়া রাজধানী এক্সপ্রেসের দিল্লিতে যাচ্ছিলেন রেলের চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার৷ কিন্তু টিকিটে রপান্তর করা তো দূর অস্ত, ডিউটি পাসে তাঁর স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ৷ ধানবাদ থেকে ট্রেনের ওঠেন রেল বোর্ডের ভিজিল্যান্স দপ্তরের কর্তারা৷ ধরা পড়ে যান রেলের ওই পদস্থ আধিকারিক৷ ভিজিল্যান্স কর্তাদের নির্দেশে হাওড়ার চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার জরিমানা করেন রাজধানী এক্সপ্রেসে কর্তব্যরত টিটিই মেঘনাথ কাঁঠাল৷ পদাধিকারে যিনি রাম কুমারের অধস্তন৷ এখানেই শেষ নয়৷ রাম কুমারকে রেল বোর্ডের অফিসে নিয়ে জেরাও করেছেন ভিজিল্যান্স কর্তারা৷

[অবাক কাণ্ড! গোমাতার গুঁতোয় কুপোকাত বিজেপি সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement