Advertisement
Advertisement

Breaking News

Indian Railways

লোকসভায় পাশ বিল, এবার বেসরকারি হাতে রেল? সংসদে জবাব রেলমন্ত্রীর

বুধবার সংসদে ধ্বনি ভোটে পাশ হল রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪।

Railways (Amendment) Bill passed in Lok Sabha
Published by: Kishore Ghosh
  • Posted:December 11, 2024 8:39 pm
  • Updated:December 11, 2024 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সংসদের নিম্নকক্ষে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪। তাহলে কি বেসরকারি হাতে গেল রেল? কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বাস দিলেন, রেল বেসরকারিকরণ হচ্ছে না। রেল বোর্ডের কার্যকারিতা এবং স্বাধীনতা বাড়াতেই আইন সংশোধন করা হচ্ছে। যাত্রী নিরাপত্তা ও পরিষেবা উন্নয়নই মূল লক্ষ্য।

রেলওয়ে (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে বিতর্কে রেলমন্ত্রী অশ্নিনী বৈষ্ণব বলেন, বিল নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটি বেসরকারিকরণের জন্য নয়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি সম্পূর্ণ ভুয়ো তথ্য ছড়িয়েছে। আদতে রেলের পরিষেবা আরও ভালো করতেই রেল আইনে সংশোধনী আনা হচ্ছে। অশ্বিনী বলেন, সংবিধান নিয়ে গুজব ছডানো ব্যর্থ হয়েছে, এবার রেল নিয়েও একই অবস্থা হল ওদের। বিরোধী দলগুলির উদ্দেশ্যে রেলমন্ত্রীর অনুরোধ, দয়া করে মানুষকে ভুল পথে চালিত করবেন না। আসুন একসঙ্গে কাজ করে ভারতীয় রেলকে আধুনিক তথা উন্নত করে তুলি।

Advertisement

সূত্রের খবর, রেল সংশোধনী বিলে যে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল রেলবোর্ডের স্বাধীন দায়িত্ব, পরিষেবা ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি এবং রেল পরিষেবাকে আন্তর্জাতিক মানের করে তোলা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই বলেছিলেন, ”নিয়োগের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। প্রায় ১.১৪ লক্ষ শূন্যপদে নিয়োগ হতে চলেছে।” যোগ করেন, ”এটা শুধুমাত্র একটি অনুমানমূলক বিষয়। ট্র্যাকটি রেলের, স্টেশনগুলি রেলওয়ের, ইঞ্জিনগুলি রেলওয়ের, ট্রেনগুলি রেলওয়ের, সিগন্যালিং সিস্টেমগুলি রেলওয়ের। বেসরকারিকরণের কোনও কথা নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement