Advertisement
Advertisement

বাড়তে পারে রেলের ভাড়া!

রেলমন্ত্রী সুরেশ প্রভুর রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষের প্রস্তাব নাকচ অরুণ জেটলির৷

Railway may hike fare to raise resources
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 5:09 pm
  • Updated:August 12, 2021 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাড়তে পারে রেলের ভাড়া৷ সৌজন্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ রেলমন্ত্রী সুরেশ প্রভুর রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষের প্রস্তাব নাকচ করে দিল অরুণ জেটলির নেতৃত্বাধীন মন্ত্রক৷ অর্থমন্ত্রকের তরফে সুপারিশ করা হয়েছে রেলের ভাড়া বাড়িয়ে এই কোষ পূর্ণ করতে পারে রেল৷

কয়েকদিন আগেই, রেল সংরক্ষা কোষের প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠি লিখেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ চিঠিতে রেলের নিরাপত্তা ও প্রযুক্তিগত শক্তি বাড়ানোর জন্য ১,১৯,১৮৩ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, এই অর্থ দিয়ে রেলের ট্র্যাকগুলি আরও মজবুত করা হবে৷ সিগন্যাল ব্যবস্থা আরও উন্নতি করা হবে৷ রক্ষীহীন ক্রসিং গুলির শূন্যস্থান করা হবে৷

Advertisement

রেলমন্ত্রক সূত্রে খবর, এই সমস্ত কাজের জন্য বাড়তি অর্থের প্রয়োজন৷ যা যাত্রীভাড়া বৃদ্ধি করে আদায় করতে নারাজ ছিলেন সুরেশ প্রভু৷ সেই কারণেই তিনি জেটলির মন্ত্রককে কোষের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছিলেন৷ কিন্তু অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দাবি করা অর্থের মাত্র ২৫ শতাংশই পূরণ করা সম্ভব৷ বাকি ৭৫ শতাংশ যাত্রীভাড়া বাড়িয়ে আদায় করার সুপারিশ করা হয়েছে৷

প্রসঙ্গত, দুরন্ত-ট্যালগোর মতো ট্রেনের সঙ্গে তালমিলিয়ে বাড়ছে ভারতীয় রেলের গতি৷ এর জন্য উন্নত ও বাড়তি সহনশীল ট্র্যাকও প্রয়োজন৷ তাই অর্থ সঞ্চয় করতে অগত্যা যাত্রীভাড়াই বাড়াতে পারে রেলমন্ত্রক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement