সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে রেল বাজেটের৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করবেন রেল বাজেট৷ আর সে বাজেটে নিরাপত্তার খাতে বাড়তি জোর দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে৷
বিগত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর রেল দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে৷ প্রাণ হারিয়েছেন বহু মানুষ৷ কোথাও রেলের লাইনে ফাটল, কোথাওবা দেখা গিয়েছে অন্য সমস্যা৷ আর তাই এবার রেল বাজেটে নিরাপত্তার উপর বেশি জোর দেওয়া হচ্ছে৷ রেলের পরিকাঠামো উন্নয়ন, লাইন সারাই থেকে শুরু করে নানা কাজের জন্য বরাদ্দ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, আগামী পাঁচ বছরের জন্য রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা৷ তার মধ্যে ২০১৭-১৮ অর্থবর্ষে খরচ করা হতে পারে ২০,০০০ কোটি টাকা৷ নতুন লাইন তৈরি, স্টেশনগুলির উন্নতির পাশাপাশি নজরে থাকবে রেল ডেভেলপমেন্ট অথরিটি ও হাই স্পিড রেল অথরিটি গঠনের বিষয়টি৷
এছাড়া টিকিট ছাড়া অন্যান্য উপায়ে রেলের আয়বৃদ্ধির দিকেও নজর দেবে রেল৷ তার মধ্যে আছে রেলের জমি পুনরুদ্ধারের দিকটিও৷ সারা দেশে যার পরিমাণ প্রায় ৪৮,০০০ হেক্টর৷ তবে মূলত জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার দিকটিতেই৷ এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিরাপত্তা খাতে প্রায় ১.১৯ লাখ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলেন৷ তাঁর সেই প্রত্যাশা বাজেটে পূরণ হতে চলেছে বলেই জানা যাচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.