Advertisement
Advertisement

Breaking News

Railway Board

বিভাগীয় পরীক্ষায় ‘জালিয়াতি’র অভিযোগ, গ্রুপ সি পদে নিয়োগ বাতিল রেলের

সম্প্রতি যোগীরাজ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২৬ রেল আধিকারিককে গ্রেপ্তার করা হয়।

Railway Board cancels all pending departmental Group C selection due to 'irregularities'
Published by: Kishore Ghosh
  • Posted:March 6, 2025 3:42 pm
  • Updated:March 6, 2025 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের পরীক্ষায় দুর্নীতি? নির্দেশিকা জারি করে গ্রুপ সি পদে সমস্ত বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া বাতিল করল ভারতীয় রেলওয়ে বোর্ড। নির্দেশিকায় ‘অনিয়মে’র বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড।

বুধবারই কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে বিভিন্ন রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। সেই কারণেই বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়ম’ ঠেকাতেই এই পদক্ষেপ করা হয়েছে রেল মন্ত্রকের তরফে।

Advertisement

রেল মন্ত্রকের জারি করা নির্দেশিকায় লেখা হয়েছে, “সাম্প্রতিক অতীতে বিভাগীয় মনোনয়ন প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম দেখা গিয়েছে। বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাকি থাকা নিয়োগ প্রক্রিয়া (গ্রুপ-সি) যা ৪ মার্চের আগে চূড়ান্ত হয়নি, তা পুরোপুরি বাতিল করা হল। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও নিয়োগ করা যাবে না।”

রেলে যাঁরা চাকুরিরত তাঁদের পদন্নোতির জন্য বিভাগীয় পরীক্ষা নেওয়ার রীতি রয়েছে। রেলের বিভিন্ন ডিভিশন এবং জোন এই পরীক্ষা নিয়ে থাকে। বিভিন্ন সময়ে এই সব পরীক্ষাতে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সেই বিষয়টি মাথায় রেখেই এই নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হল। পাশাপাশি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে সব ডিপার্টমেন্টাল পরীক্ষা সেন্ট্রালাইজড কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এর মাধ্যমে নেওয়ার কথা জানানো হয়েছে।

সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ নগদ ১ কোটি ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ওই ঘটনার পরেই বিভাগীয় নিয়োগে কড়া পদক্ষেপ করল রেলওয়ে বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement