Advertisement
Advertisement

বদলাচ্ছে ভারত: সৌরশক্তিতে ছুটবে এ দেশের রেল

দেশের প্রথম সৌরশক্তিচালিত ট্রেন ছোটাতে তৈরি ভারতীয় রেল

Railway all set for the Trail run of its First Solar Train in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2016 1:37 pm
  • Updated:May 16, 2016 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সৌরশক্তিচালিত ট্রেন ছোটাতে তৈরি ভারতীয় রেল৷ দ্রুতই ভারতের প্রথম সোলার-ট্রেন ছুটে যাবে গন্তব্যের উদ্দেশ্যে৷ ট্রেনের ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত সৌরশক্তিতে ছুটবে ট্রেন৷ নয়া পরীক্ষা সাফল্যের মুখ দেখলে বার্ষিক ৯০,৮০০ লিটার ডিজেল সাশ্রয় করা যাবে বলে মনে করে রেলমন্ত্রক৷

রেলমন্ত্রক সূত্রে খবর, যোধপুরের কোচ প্ল্যান্টে তৈরি হচ্ছে বিশেষ বগি৷ চলতি মাসের শেষ সোলার-ট্রেনের ‘ট্রায়াল রান’ শুরু হবে৷ ওই ট্রেনগুলি দেখতে একেবারে সাধারণ যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের মতো হবে৷ শুধু বিদ্যুৎ বা ডিজেলের বদলে ছুটবে সৌর-শক্তিতে৷ স্বচ্ছ ভারত অভিযানে সামিল ভারতীয় রেল দেশের প্রতিটি ট্রেন ও রেল স্টেশনকে সাফসুতরো রাখার গতি অব্যাহত রেখেছে৷ ওই পরিকল্পনার আওতায় ট্রেনের দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের প্রতি সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷

Advertisement

জানা গিয়েছে, প্রথম সোলার ট্রেনের গোটা ছাদেই বসানো থাকবে সোলার প্যানেল৷ ডিজেল ছাড়া ট্রেন চালাতে পারলে ২৩৯ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ আটকানো যাবে বলে মনে করছে রেল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement