Advertisement
Advertisement
Railway platform free wifi

রেল স্টেশনই যেন ‘সাইবার ক্যাফে’!

বিনামূল্যে ওয়াইফাইয়ের দৌলতে এখন সেগুলিই যেন হয়ে উঠেছে সাইবার ক্যাফে৷

Railway platform becomes cyber cafe for the small towns in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 4:54 pm
  • Updated:March 30, 2019 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সেদিনও পাড়ায় পাড়ায় ছিল সাইবার ক্যাফের রমরমা৷ নেট সার্ফ করা থেকে প্রিন্ট আউট নিতে এর বিকল্প ছিল না৷ কিন্তু সেদিন পেরিয়েছে৷ স্মার্টফোনে ইন্টারনেটের দৌলতে আর পাশাপাশি বসে কম্পিউটার মুখো হওয়ার দিন নেই৷ নেই সময়ের হিসবে লিখে রাখা খাতাও৷ তবে সেই স্মৃতিই যেন ফেরাচ্ছে রেল স্টেশনগুলি৷ বিনামূল্যে ওয়াইফাইয়ের দৌলতে এখন সেগুলিই যেন হয়ে উঠেছে সাইবার ক্যাফে৷

ভারতীয় রেলওয়ে ও গুগল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু স্টেশনে ‘ফ্রি ওয়াইফাই’ পরিষেবা চালু হয়েছে৷ গুগল রেল-টেলের এই ওয়াইফাই পরিষেবাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে৷  বড় শহরগুলির ক্ষেত্রে অবশ্য এ ছবি ততটা জোরদার নয়৷ কেননা সেখান ব্রডব্যান্ড পরিষেবা সহজেই পাওয়া যায়৷ তবে ছোট শহরগুলির ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপক চাহিদা দেখা গিয়েছে৷ আর বিনামূল্যে এই পরিষেবা পেতে মানুষ ভিড় জমাচ্ছেন এই ধরনের স্টেশনে৷ বিশেষত তরুণ প্রজন্মের মধ্যেই এই আগ্রহ বেশি৷

Advertisement

রেল-টেলের এই বিপুল জনপ্রিয়তা তাক লাগিয়েছে গুগলকেও৷ কেন এই ওয়াই-ফাই পরিষেবা এতটা জনপ্রিয়? তার খোঁজ করা হয়েছে সংস্থার তরফে৷ জানা গিয়েছে, মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট পরিষেবার বেহাল দশাই মানুষকে ঠেলে দিয়েছে স্টেশন চত্বরে৷ পরিসংখ্যান মোতাবেক, শুধু মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনেই প্রতি সপ্তাহে ১ লক্ষ মানুষ রেল-টেল নিয়মিত ব্যবহার করেন৷ আরও ১৫টি স্টেশনের ছবিও একইরকম৷ কার্যত সাইবার ক্যাফেতেই পরিণত হয়েছে রেল স্টেশনগুলি৷

বিপুল এই সাড়া পেয়ে রেল-টেল পরিষেবাকে আরও উন্নত করতে কোমর বেঁধেছে গুগল ইন্ডিয়া৷ ডাউনলোড স্পিড বাড়ানোর উপরই এখন জোর দেওয়া হচ্ছে সংস্থার তরফে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement