দেবশ্রী সিনহা: দূরপাল্লার ট্রেন সফরে হঠাৎ যদি কোনও দুর্ঘটনা ঘটে যায়, তার দায়িত্ব নিতে প্রস্তুত ভারতীয় রেল৷ তাই যাত্রীদের জন্য এবার বিমার ব্যবস্থা করতে চলেছে রেলমন্ত্রক৷ ঠিক অনেকটা বিমানের টিকিট বুকিংয়ের মতো৷ টিকিট কাটার সময়ই বিকল্প প্রস্তাব দেওয়া হবে যাত্রীদের বিমার জন্য৷ ইচ্ছুক যাত্রীরা কিছু টাকার পরিবর্তে বেছে নিতে পারেন এই বিকল্প৷ পাশাপাশি বদল ঘটতে পারে ট্রেনের টিকিট বুকিং ও বাতিল করার নিয়মে৷
দেশের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেসে বিমানের মতো রেল সেবিকা ব্যবস্থা চালু করার পর আবারও বিমানের নিয়মকেই অনুসরণ করছে রেল৷ শুরু করতে চলেছে যাত্রীদের জন্য বিমা পরিষেবা৷ বিশেষত যারা ট্রেনে যাত্রা করার সময় ট্রেন দুর্ঘটনা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা৷ অনলাইনে ই-টিকিট কাটার সময়ই বেছে নিতে হবে বিমার বিকল্প৷ টিকিটের ভাড়ার সঙ্গে সামান্য কিছু টাকা অতিরিক্ত দিয়েই পাওয়া যাবে এই সুবিধা৷ রেল সূত্রের খবর, চলতি মাসের ১৫ তারিখে রেলমন্ত্রক এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে দিয়েছে আইআরসিটিসিতে৷ চিঠিতে বলা হয়েছে, বিমা প্রদানকারী সংস্থাগুলির টেন্ডার ডাকতে৷ এমনকী, স্বচ্ছতা বজায় রাখতে একাধিক বিমা কোম্পানির সঙ্গে চুক্তি করার নিদের্শ দিয়েছে মন্ত্রক৷ পাশাপাশি মন্ত্রক জানিয়ে দিয়েছে, বিমার অঙ্কও৷ দূর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু বা অঙ্গহানি ঘটলে বিমার মাধ্যমে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা৷ গুরুতর আহত বা আংশিক বিকলাঙ্গ হলে যাত্রী পাবে ৭.৫ লক্ষ টাকা৷ এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে রেল বিমার মাধ্যমে দেওয়া হবে ৫ লক্ষ টাকা৷ আইআরসিটিসির সূত্র মতে, চলতি বছরেই এই পরিষেবা শুরু করার জন্য মরিয়া রেল মন্ত্রক৷ কারণ, যাত্রী স্বার্থের পাশাপাশি এই পরিষেবায় আয় বাড়বে রেলেরও৷ তাই বিশেষজ্ঞদের মতে, রেলের হাল ফেরাতে রেলমন্ত্রী সুরেশ প্রভু বেছে নিয়েছেন ছোট ছোট পথই৷ ঠিক যেমন ঘোষণা হতে পারে টিকিট বুকিং ও বাতিলের ক্ষেত্রেও৷ রেল মন্ত্রক সূত্রের মতে, আগামী জুলাই মাসেই পরিবর্তন ঘটতে পারে এই নিয়মে৷ পাল্টে যেতে পারে টিকিট বাতিলের টাকার অঙ্কও৷ এসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিট বাতিল হলে কাটা যেতে পারে ১০০ টাকা৷ এসি তৃতীয় শ্রেণির ক্ষেত্রে ৯০ ও স্লিপারের জন্য ৬০ টাকা কেটে নিতে পারে রেল৷ পাল্টে যেতে পারে তৎকাল টিকিট কাটার সময়৷ পাশাপাশি, তৎকাল টিকিট বাতিলের ক্ষেত্রে ফেরত আসতে পারে ৫০ শতাংশ টিকিটের ভাড়া৷ তবে এই সবকিছুই এখন রেলমন্ত্রকের চিন্তা ভাবনার মধ্যে৷ সবুজ সংকেতের অপেক্ষায় রেল মন্ত্রকের বিভিন্ন মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.