Advertisement
Advertisement

যাত্রী পরিষেবার তথ্য নিয়ে হাজির রেলের নতুন পোর্টাল

ভাল কাজের প্রচার করবে ‘রেল গুড ওয়ার্ক পোর্টাল’।

‘Rail good work’ portal to highlight employees commendable job
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2018 6:38 pm
  • Updated:March 19, 2018 6:38 pm  

সুব্রত বিশ্বাস: ‘গড ইজ গুড’। প্রবাদপ্রতিম কথা। তবে ‘গুড ইজ দ্য গুড’ ইমেজকে জনসমক্ষে আনতে এবার নয়া পোর্টাল নিয়ে হাজির রেল। যার পোশাকি নাম ‘রেল গুড ওয়ার্ক পোর্টাল’।

রেল শুনলেই ‘নাক সিঁটকানো’ লোকজনদের সামনে এবার আদর্শ রেলকর্মীদের যাত্রী পরিষেবায় অবদানের কথা তুলে ধরা হবে এই পোর্টালে। জীবন উপেক্ষা করে কিংবা পরিবারের চিন্তা না করে যে সব রেলকর্মী কোটি কোটি যাত্রীদের সুরক্ষা দিচ্ছেন, নিরাপদে যাত্রার ব্যবস্থা করে দিচ্ছেন, তাঁদের কাজ-কর্ম এবার বিশ্ববাসী দেখতে পাবেন এই পোর্টালে। ট্র্যাকের ফাটল ধরে গ্যাংম্যান ট্রেন দুর্ঘটনা এড়াতে সাহায্য করলেন তেমন বিষয় যেমন থাকছে, তেমনই যাত্রীর পড়ে থাকা ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার প্রবণতাও দেখা যাবে পোর্টালে। কাজের দক্ষতার সঙ্গে সততার নিদর্শন তুলে ধরা হবে এখানে। মিলবে যাত্রী পরিষেবার তথ্যও। ভাল কাজের বিবরণের সঙ্গে সেই কর্মীর নাম, পদ, মোবাইল নম্বর এবং কোন জোনের কর্মী তার বিস্তারিত দেওয়া হবে পোর্টালে।

Advertisement

[সম্পর্কের ঝামেলা মিটিয়ে নেওয়ার পরামর্শ আদালতের, ডিভোর্সেই অনড় মেয়র]

রেল বোর্ড কর্তাদের কথায়, পোর্টালের বিষয়বস্তু নিয়ে কেউ তা পুনর্ব্যবহার করার জন্য যাতে উপদেশ নিতে পারে সে জন্য এই বিস্তারিত ব্যবস্থা। এক জোনের বিশেষ কাজ অন্য জোন করতে চাইলে তারাও কেউ পরামর্শ নিতে পারবে। সাধারণ মানুষ জানাতে পারবেন তাঁদের প্রতিক্রিয়াও। রেল সূত্রে জানা গিয়েছে, ভাল কাজের জন্য রেল বোর্ডে এফিসিয়েন্সি সেল আছে আগে থেকেই। প্রতিমাসের জোনভিত্তিক ভাল কাজ জিএমরা ওই বিভাগকে জানাতেন। চেয়ারম্যানের কাছে এই রিপোর্ট পেশ হত ‘গুড ওয়ার্ক ডান’ বলে। এরপর ‘গুড ওয়ার্ক বুক’ বানিয়ে তার বিপণন হত। কিন্তু তা জনসমক্ষে আসত না। এবার রেল একেবারে প্রকাশ্যে আনতে চায় রেলকর্মীদের ভাল কাজগুলিকে। সমাজকে শিক্ষা দিতেও যাতে এই কাজগুলিকে প্রকাশ্যে আনা যায়, সে জন্য নতুন এক সফটওয়্যার কম্পিউটারইজড করা হয়েছে, রেল গুড ওয়ার্ক পোর্টাল। এই পোর্টালই এবার জনসমক্ষে রেলের কৃতী কর্মীদের দক্ষতা মেলে ধরবে। রেল কর্তৃপক্ষের আশা, এর ফলে দেশজুড়ে থাকা লক্ষ লক্ষ রেলকর্মীর কর্মদক্ষতা আরও বাড়াতে সাহায্য করবে।

[হাই কোর্টে কর্মবিরতির সময়সীমা আরও বাড়ল, দুর্ভোগে বিচারপ্রার্থীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement