Advertisement
Advertisement

Breaking News

Rail Board

রেল বোর্ডে বড়সড় সংস্কার, চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে যুক্ত করা হল CEO পদ

কমে গেল রেল বোর্ডের সদস্য সংখ্যাও, বিভিন্ন পদের অবলুপ্তিতে এল নতুন পদ।

Rail Board appoints CEO for the first time, it squizes its members
Published by: Sucheta Sengupta
  • Posted:September 3, 2020 8:05 pm
  • Updated:September 3, 2020 8:05 pm  

সুব্রত বিশ্বাস: রেল ভবনে হয়ে গেল ‘প্রাসাদ বিপ্লব’। বেশি সংখ্যক সদস্যের বোর্ডকে সংকুচিত করা হলো। দায়িত্ব বাড়িয়ে গঠন করা হল মাত্র ৫ সদস্যের রেল বোর্ড (Rail Board)। সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে, নিজের ক্ষমতাকে কার্যকর করতে বোর্ড চেয়ারম্যানের পদকে চেয়ারম্যান কাম ‘সিইও’ (CEO) করা হলো। সদস্যদের গড়িমসি থাকলেও মন্ত্রকের নির্দেশ মতো নিজের ক্ষমতাকে কার্যকর করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন সিইও। চলতি বছরের শেষ পর্যন্ত ওই পদে থাকছেন বিনোদকুমার যাদব।

মেম্বার অফ স্টাফ, মেম্বার অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট ও মেম্বার অফ ইঞ্জিনিয়ারিং – তিনটি পদের অবসান ঘটানো হলো রেল বোর্ডে। সূত্রের খবর, অবলুপ্ত পদগুলিকে অন্য বিভাগের অন্তর্ভুক্তি করায় পদের নামে হেরফের হচ্ছে। মেম্বার অফ ট্রাফিক পদের নতুন নাম – মেম্বার অপারেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট, নতুন একটি নাম মেম্বার ইনফ্রাস্ট্রাকচার, মেম্বার ট্রাকশন অ্যান্ড রোলিং স্টক। যার আওতায় ইলেকট্রিক ও ডিজেল বিভাগ দুটিরও অন্তর্ভুক্তি হয়েছে। ফাইনান্স কমিশন বদলে হলো মেম্বার অফ ফাইনান্স। বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিভাগীয় ঠেলাঠেলি রুখতে এই অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। রেল ভবনে বিপ্লব উপরে হলেও নিচের তলায় কতটা কার্যকর হবে তা আগামী সময় বলবে বলে রেলকর্তাদের মত।

Advertisement

[আরও পড়ুন: রেলের টিকিট চলে যাচ্ছে দালালদের হাতে, বন্ধ হতে পারে তৎকাল পরিষেবা]

রেলে বিভিন্ন বিভাগে ইউনিয়ন পাবলিক সার্ভিসের (UPSC) মাধ্যমে আগে আলাদা আলাদাভাবে নিয়োগ পর্ব হতো। যেমন ট্রাফিক সার্ভিস, অ্যাকাউন্টস সার্ভিস, পার্সোনাল সার্ভিস। তিনটিকে এক করে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস। পাশাপাশি জানা গিয়েছে, রেলের টেকনিক্যাল সার্ভিসে এবার নিয়োগ হবে আরডিএসও’র মাধ্যমে। সবমিলিয়ে, লকডাউনের দীর্ঘ সময়ে ভারতীয় রেলের বেশ কয়েকটি স্তরে বড়সড় সংস্কার হয়ে গেল। আরও উন্নত পরিষেবা প্রদান এবং সমন্বয়ের মাধ্যমে সহজে যে কোনও কাজ সম্পন্ন করার জন্যই এই রদবদল ঘটানো হল বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: সাক্ষাৎ কল্পতরু! নিজের সঞ্চয় থেকে প্রায় ১০৩ কোটি টাকা দান প্রধানমন্ত্রী মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement