সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনে ফের রেল অবরোধ৷ যাত্রীদের দুর্ভোগ চরমে৷ সোমবার সকাল থেকে ওড়িশার ভদ্রক স্টেশনে অবরোধ করছেন সংগ্রামী সেনা নামে একটি সংগঠনের সদস্যরা৷ হাওড়া থেকে ওড়িশা ও দক্ষিণ ভারতের দিকে ট্রেন চলাচল কার্যত বন্ধ৷ বিভিন্ন স্টেশনে আটকে ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ অবরোধ তুলতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন রেলকর্তারা৷
[ অর্থের অভাব, অথৈ জলে মোদির স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প]
কয়েক মাস আগেই ৯ দফা দাবিতে জঙ্গলমহলের তিন জেলায় ১২ ঘণ্টা রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন৷ কিন্তু, বাস্তবে অবরোধ চলেছিল ২২ ঘণ্টা! দিনভর নাকাল হতে হয়েছিল যাত্রীদের৷ অবরোধের কারণে বাতিল হয়ে গিয়েছিল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লা ট্রেন৷ সোমবার সকালে ফের বিপর্যস্ত রেল পরিষেবা৷ হাওড়া থেকে ওড়িশা ও দক্ষিণ ভারতের বিভিন্ন রুটে কার্যত বন্ধ ট্রেন চলাচল৷ এখনও যা খবর, খড়গপুরে আটকে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, বালিচকে ধৌলি এক্সপ্রেস, উলুবেড়িয়ায় ফলকনুমা এক্সপ্রেস-সহ বিভিন্ন স্টেশনে আটকে একাধিক দূরপাল্লার ট্রেন৷
জানা গিয়েছে, ওড়িশার ভদ্রকে একটি মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে আন্দোলনে নেমেছে সংগ্রামী সেনা নামে একটি সংগঠন৷ দাবি আদায়ের জন্য সোমবার সকাল থেকে বারো ঘণ্টার রেল অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি৷ তার জেরে বিপর্যস্ত পরিষেবা, নাকাল নিত্যযাত্রীরা৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ অবরোধ তুলতে যাত্রীদের সঙ্গে আলোচনা করছেন রেলকর্তারা৷
[পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার ২ পাক অনুপ্রবেশকারী, নেপথ্যে নাশকতার ছক?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.