সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার শেষ হয়েছে ইডি (ED) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ। তাঁর স্থলাভিষিক্ত হলেন আইআরএস ক্যাডার রাহুল নবীন। তবে তিনি অস্থায়ী ভাবে এই দায়িত্বে এলেন। স্থায়ী ডিরেক্টর নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। ১৯৯৩ সালের ব্যাচের আইআরএস অফিসার রাহুল। তিনিই এই মুহূর্তে ইডির সবচেয়ে সিনিয়র আধিকারিক। উল্লেখ্য, এর আগে ইডির সদর দপ্তরে চিফ ভিজিল্যান্সের দায়িত্বও সামলেছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। প্রাথমিক ভাবে তাঁকে দু’বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। সেবছরেরই মে মাসে তিনি ৬০ বছর পেরিয়ে যান। অর্থাৎ তখনই তাঁর অবসরের বয়স হয়ে গিয়েছিল। কিন্তু ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের নির্দেশকে বাতিল করেনি। কিন্তু জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না মিশ্রর মেয়াদ। কিন্তু সেই রায়ের পরও কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায়। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে ‘বেআইনি’ আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ৩১ জুলাইয়ের পরে আর ওই পদে থাকতে পারবেন না সঞ্জয়। পরে অবশ্য কেন্দ্রের আর্জিতে সাড়া দিয়ে দেড় মাস বাড়ানো হয় মেয়াদ। সেই মেয়াদ শেষ হল শুক্রবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.