Advertisement
Advertisement

Breaking News

ED

১১ মাস ছিলেন অস্থায়ী প্রধানের দায়িত্বে, এবার ইডির স্থায়ী অধিকর্তা সেই রাহুল নবীন

তিনিই এই মুহূর্তে ইডির সবচেয়ে সিনিয়র আধিকারিক।

Rahul Naveen selected as the permanent chief of ED

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 15, 2024 11:50 am
  • Updated:August 15, 2024 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ মাস ছিলেন ইডির অস্থায়ী প্রধানের দায়িত্বে। সেই রাহুল নবীনকেই এবার ইডির স্থায়ী প্রধান হিসাবে নিযুক্ত করা হল। বুধবার অ্যাপয়েন্টমেন্ট কমিটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসারের হাতেই এবার ইডির দায়িত্বভার তুলে দেওয়া হল। কারণ তিনিই এই মুহূর্তে ইডির সবচেয়ে সিনিয়র আধিকারিক।

গত সেপ্টেম্বরে ইডি অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়। সেই জায়গায় দায়িত্বে আনা হয় আইআরএস ক্যাডার রাহুল নবীনকে। বলা হয়, স্থায়ী ডিরেক্টর নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। ইডির অস্থায়ী প্রধান নিযুক্ত হওয়ার আগেও ইডির সদর দপ্তরে চিফ ভিজিল্যান্সের দায়িত্বও সামলেছিলেন তিনি। এবার ইডির কর্তা হিসাবে নিযুক্ত করা হল রাহুল নবীনকে।

Advertisement

[আরও পড়ুন: ১০ বছরে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা, রাহুলের জন্য বরাদ্দ পিছনের আসন

২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। প্রাথমিক ভাবে তাঁকে দু’বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। সেবছরেরই মে মাসে তিনি ৬০ বছর পেরিয়ে যান। অর্থাৎ তখনই তাঁর অবসরের বয়স হয়ে গিয়েছিল। কিন্তু ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের নির্দেশকে বাতিল করেনি। কিন্তু জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না মিশ্রর মেয়াদ। কিন্তু সেই রায়ের পরও কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায়। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে ‘বেআইনি’ আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ৩১ জুলাইয়ের পরে আর ওই পদে থাকতে পারবেন না সঞ্জয়। পরে অবশ্য কেন্দ্রের আর্জিতে সাড়া দিয়ে দেড় মাস বাড়ানো হয় মেয়াদ। সঞ্জয়ের মেয়াদ ফুরনোর পরে এবার স্থায়ী প্রধান হলেন রাহুল। 

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ, লালকেল্লায় একাধিক রেকর্ড গড়লেন মোদি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement