Advertisement
Advertisement
Rahul Gandhi

‘দেশের বিমানবন্দর ‘টেম্পোওয়ালা বন্ধু’দের সঁপে দিয়েছেন মোদি!’ খোঁচা রাহুলের

'দেশের সম্পত্তি কতগুলো টেম্পোর বদলে বিক্রি করেছেন?'

Rahul Gandhi’s ‘tempo wala friend’ dig at Modi

নিজস্ব চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:May 14, 2024 3:19 pm
  • Updated:May 14, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানি-আদানি যোগ নিয়ে ফের মোদিকে খোঁচা রাহুল গান্ধীর। কদিন আগেই প্রধানমন্ত্রী কংগ্রেস নেতাকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছিলেন, এতদিন আদানি-আম্বানি নিয়ে এত আক্রমণ করতেন, এখন বন্ধ কেন। এবার সেই অনুষঙ্গ তুলেই দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের ‘টেম্পোওয়ালা বন্ধু’ বলে খোঁচা দিয়ে রাহুলের প্রশ্ন, ‘দেশের সম্পত্তি কতগুলো টেম্পোর বদলে বিক্রি করেছেন, তা কি নরেন্দ্র মোদি জনতাকে বলবেন?’

সোমবার রাতে রাহুল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। তাতে লেখেন, ‘আজ আমি লখনউ বিমানবন্দরে গিয়েছিলাম। এখান থেকে মুম্বই এবং গুয়াহাটি থেকে আহমেদাবাদ পর্যন্ত সমস্ত বিমানবন্দর প্রধানমন্ত্রী তাঁর ‘টেম্পোওয়ালা বন্ধু’দের হাতে সঁপে দিয়েছেন। দেশের সম্পত্তি কতগুলো টেম্পোর বদলে বিক্রি করেছেন, তা কি নরেন্দ্র মোদি জনতাকে বলবেন?’

Advertisement

[আরও পড়ুন: উত্তর কলকাতায় ভোটপ্রচারে ‘ঘরের ছেলে’ মিঠুন, তাপস রায়ের সমর্থনে রোড শো]

প্রসঙ্গত, সম্প্রতি তেলেঙ্গানায় এক সভায় প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহাজাদা একটা মন্ত্রই জপ করে গিয়েছে। রাফালে নিয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকেই আদানি-আম্বানির এই মন্ত্র জপ শুরু করেছিল। কিন্তু নির্বাচন (Lok Sabha 2024) ঘোষণা হওয়ার পর থেকেই আদানি-আম্বানির নাম নেওয়া বন্ধ করে দিয়েছে।” এর পরই তিনি বলেন, ”আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন? কোনও চুক্তি হয়েছে? কেন রাতারাতি ওদের আর গালাগালি দেওয়া বন্ধ করে দিলেন? ডাল মে কুছ কালা হ্যায়! কত ব্যাগ কালো টাকা তাঁদের কাছ থেকে পেয়েছেন? এই আচমকা নীরবতার মানে হল আপনিও টেম্পোভর্তি ‘চোরি কা মাল’ পেয়েছেন।” এবার সেই ‘টেম্পো’ প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রীকে ‘জবাব’ দিলেন রাহুল।

অবশ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি আগেও মোদিকে এই নিয়ে খোঁচা দিয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ”কী হল মোদিজি, ঘাবড়ে গেলেন নাকি? আপনি তো বন্ধ ঘরে বসে আদানি-আম্বানিদের নাম নেন। এই প্রথমবার প্রকাশ্যে তাঁদের নাম উল্লেখ করলেন। আচ্ছা আপনি কী করে জানলেন যে টেম্পো করেই টাকা পাঠানো হয়? আপনার কি টাকা নেওয়ার অভিজ্ঞতা আছে? এক কাজ করুন, ওদের দপ্তরে ইডি-সিবিআই পাঠিয়ে দিন। কীভাবে লেনদেন হয় সব জানতে পারবেন।” ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

[আরও পড়ুন: ফের অস্বস্তিতে রাজ্যপাল, এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement