Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজারে কেলেঙ্কারির অভিযোগ, অথচ দাম বেড়েছে রাহুলের শেয়ারেরই

যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করার দাবি থেকে অবশ্য সরছে না কংগ্রেস।

Rahul Gandhi’s stock portfolio up 6% amidst his claims of 'biggest stock market scam'
Published by: Subhajit Mandal
  • Posted:June 8, 2024 2:53 pm
  • Updated:June 8, 2024 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে সবচেয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন তিনি। অথচ হিসাবে করলে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর নিজের স্টকেই বেড়েছে লাভ। চলতি মাসেই রাহুলের পোর্টফোলিওর দাম বেড়েছে ৩.৪৬ শতাংশ।

মোদি-শাহর (Amit Shah) শেয়ার-মন্তব‌্য ও এগজিট পোল-এর ‘প্রভাবে’ শেয়ার বাজারের উত্থান এবং প্রকৃত ফল প্রকাশের পর রেকর্ড পতনে ‘চক্রান্তে’র অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ‘বৃহত্তম শেয়ার কেলেঙ্কারির’ অভিযোগ তুলে এ ব‌্যাপারে তদন্তেরও দাবি তুলেছেন। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ‌্যমের প্রতিবেদন অনুসারে, রাহুল গান্ধী তার সাম্প্রতিক নির্বাচনী হলফনামায় যে দু’ ডজন তালিকাভুক্ত শেয়ার তথ‌্য প্রকাশ করেছিলেন তার পর্যালোচনায় দেখা গিয়েছে যে তাঁর পোর্টফোলিওর বাজারমূল্য বৃহস্পতিবার মধ্যে পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘হেরো’ বিজেপিকে পুরনোদের কথা মনে করালেন দিলীপ, তথাগতর তোপ RSS নিয়ে]

লোকসভা নির্বাচনের হলফনামায় রাহুল অস্থাবর সম্পত্তির তথ‌্য প্রকাশের পর থেকে শেয়ারহোল্ডিং প্যাটার্নে কোনও পরিবর্তন হয়নি ধরে নিলে, তাঁর পোর্টফোলিওর বাজার মূল‌্য ৩.৪৫ লক্ষ টাকা বৃদ্ধি পয়েছে। ৩ জুন বাজারে ধস নামার সময় তিনি যে ৪.০৮ লক্ষ টাকা হারিয়েছিলেন, দু’দিনের মধ্যে ভোটের ফলপ্রকাশের পর তা পুনরুদ্ধার হয়েছে। বৃহত্তর বাজারে পুনরুদ্ধারের সঙ্গে সামঞ্জস্য রেখে, তাঁর পোর্টফোলিও বেড়েছে, ৫ জুন ১৩.৯ লক্ষ টাকা এবং তার পরের দিন ১.৭৮ লক্ষ টাকা। তাঁর পোর্টফোলিওর বাজার মূল্য ৩১ মে’র পর থেকে ১৫ লক্ষ টাকা (৩.৪৬ শতাংশ) বৃদ্ধি পেয়েছে।

[আরও পড়ুন: মালব্যকে সুন্দরী জোগান! বিজেপির বঙ্গ বিপর্যয়ে বিস্ফোরক রাহুল সিনহার ভাই শান্তনু]

কংগ্রেস অবশ্য এখনও এক্সিট পোল কেলেঙ্কারি নিয়ে সরব। যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করার যে দাবি কংগ্রেসের তরফে আনা হয়েছিল, সেই দাবি থেকে এখনও সরছে না হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement