সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ পদ বাতিল হলেও সংবাদ শিরোনামে রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার কংগ্রেস (Congress) নেতার একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কং-বিজেপি (BJP) তর্যা তুঙ্গে। ভাইরাল হয়েছে সেই ছবি। সম্প্রতি এক সাংবাদিক খবর সম্প্রচার করে দাবি করেছিলেন, সাংসদপদ বাতিল হওয়ার পর এক ইতালিয়ান রেস্তোঁরায় গিয়ে সময় কাটিয়েছিলেন রাহুল। যার পর কংগ্রেসের তরফে ওই সাংবাদিককে তোপ দাগা হয়। পালটা রাহুলের ইতিলায়ান রেস্তোরায় বসে থাকার ছবি টুইট করেন ওই সাংবাদিক। এরপরই আসরে নামে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেন, রাহুল গান্ধীর ‘তপস্বী’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই অস্বস্তিতে কংগ্রেস। পালটা টুইট করেছে কংগ্রেসও।
রাহুল গান্ধীর ভাইরাল হওয়া ছবি নিয়ে অমিত মালব্য টুইট করেন, “রাহুল গান্ধীর এই ছবি (৭ এপ্রিল, ইতালিয়ান কালচারাল সেন্টারে তোলা ছবি) পাবলিক ডোমেইনে আসায় কংগ্রেস অস্বস্তিতে কেন? কারণ সযত্নে রাহুল গান্ধীর যে তপস্বী ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, তা নষ্ট হয়ে যাচ্ছে?” এর জবাবে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কটাক্ষ করেছেন অমিতকে। তাঁকে “ভুয়ো খবরের কারবারি” বলেও কটাক্ষ করেন। এইসঙ্গে ইতালিয়ান কালচারাল সেন্টারে গিয়ে খাবার খাওয়ার পরামর্শ দেন গেরুয়া নেতাকে।
Hey fake news peddler,
There’s great food at the Italian centre. Take a break from your sad life and go eat there someday.
Try doing some things that normal people do – you loser. https://t.co/gtDiabXKSY
— Supriya Shrinate (@SupriyaShrinate) April 8, 2023
সুপ্রিয়া শ্রীনাতে টুইট করেন, “ইতালিয়ান সেন্টারে খুব ভাল খাবার পাওয়া যায়। আপনার দুঃখজনক জীবন থেকে বিরতি নিন এবং সেখানে গিয়ে একদিন খেয়ে আসুন। স্বাভাবিক ভাবে জীবন যাপনের চেষ্টা করুন। হেরো কোথাকার।” গেরুয়া তরফ থেকে এখনও পর্যন্ত কংগ্রেস নেত্রীর এই টুইটের কোনও জবাব আসেনি। তবে আজই কংগ্রেসের তরফে শরদ পওয়ারকে আক্রমণ করায় পালটা রাহুল গান্ধীর উদ্দেশে তোপ দেগেছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, রাহুল গান্ধী ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে বিকৃত করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.