Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

ঘন কুয়াশা, দিল্লিতে নামতেই পারল না রাহুল গান্ধীর বিমান, কোথায় গেলেন কংগ্রেস নেতা?

নাগপুর থেকে জনসভা করে দিল্লি ফেরার পথে মহা বিপত্তিতে কংগ্রেস নেতা।

Rahul Gandhi's flight to Delhi diverted to Jaipur | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2023 12:31 pm
  • Updated:December 29, 2023 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুর থেকে জনসভা করে দিল্লি ফেরার পথে মহা বিপত্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খারাপ আবহাওয়ার জন্য দিল্লিতে নামতেই পারল না রাহুলের বিমান। ৩০০ কিলোমিটার দূরে রাজস্থানে (Rajasthan) গিয়ে নামতে হল ওয়ানড়ের সাংসদকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নাগপুরে ‘হ্যায় তৈয়ার হাম’ শীর্ষক জনসভা করার পর চাটার্ড বিমানে দিল্লি ফেরার কথা ছিল রাহুল-সহ কয়েকজন কংগ্রেস (Congress) নেতার। কিন্তু কম দৃশ্যমানতার জন্য সেই বিমান দিল্লিতে প্রবেশ করতে পারেনি। সূত্রের খবর, রাহুলদের (Rahul Gandhi) বিমানের পাইলটরা কম দৃশ্যমানতায় বিমান চালানোর জন্য প্রশিক্ষিত ছিলেন না। তাই বাধ্য হয়ে সেই বিমান ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে। সদ্য গদি হারানো রাজ্যেই গিয়ে নামতে হয় কংগ্রেস নেতাদের।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে রিপোর্ট করুন’, চব্বিশের আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার]

শীত পড়তেই দিল্লি-সহ গোটা উত্তর ভারত কুয়াশার আঁধারে। এর জেরে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। গত কয়েকদিন ধরেই চলছে এই সমস্যা। এটিএস সূত্রের খবর, ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ৫৮টি বিমান হয় বাতিল হয়েছে নয়তো রুট বদল হয়েছে।

[আরও পড়ুন: সামনেই রামমন্দিরের উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগীর]

শুধু বিমান নয়, সড়ক এবং রেলপথেও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পড়ছে। বহু ট্রেন বাতিল হয়েছে। দেরিতে চলছে। সড়ক পথেও চরমে দুর্ভোগ। দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি হওয়ায় জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতেও অত্যন্ত ধীরগতিতে চলেছে গাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement