সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা কবলিত গুজরাটে গিয়ে আক্রান্ত রাহুল গান্ধী৷ জখম হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ভরত সিং শোলাঙ্কি৷ ঘটনাটি ঘটেছে বনাসকান্থা এলাকায়৷ বন্যার্তদের সঙ্গে কথা বলতে যান রাহুল গান্ধী৷ যাওয়ার পথে তাঁর কনভয় লক্ষ্য করে কংক্রিটের চাঙর ছোড়ে জনা চারেক দুষ্কৃতী বলে অভিযোগ। আহত হন রাহুলের নিরাপত্তারক্ষী। তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। গাড়ির সামনে সিটে বসে অল্পের জন্য রক্ষা পান রাহুল। বনাসকান্থা জেলার পুলিশ সুপার নিরজ বদবুজা জানিয়েছেন, অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
Gandhian voice would never drown in the din of violence by Godse’s ‘Bhakts’. pic.twitter.com/LF3QAcTqgc
— Randeep S Surjewala (@rssurjewala) August 4, 2017
ঘটনার কড়া নিন্দা করে কংগ্রেস। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কংগ্রেস সহ-সভাপতির ওপর বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে৷ বনাসকান্থা থেকে ফিরে স্থানীয় একটি জনসভায় অংশ নেন রাহুল৷ বক্তব্য রাখার সময় সেখানে তাঁকে কালো পতাকাও দেখানো হয়৷ তড়িঘড়ি তাঁকে সেখান থেকে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা৷
শুক্রবার রাহুল গান্ধী এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বনাসকান্থায় যান। এই জেলাতে এবার মৃত্যু হয়েছে ৭০ জনের বেশি মানুষের। কংগ্রেস সহসভাপতি তাঁর কনভয় নিয়ে এলাকায় প্রবেশ করেন। তখনই হামলা চালানো হয় বলে অভিযোগ। ভেঙে যায় গাড়ির উইন্ডস্ক্রিন। জেলার লালচক এলাকার ঘটনা এটি। এদিন এলাকা দিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীকে কালো পতাকাও দেখানো হয়। যে বাজারের কাছে কালো পতাকা দেখানো হয় সেখানে রাহুল ত্রাণও বিলি করেন। ঘটনার পর গাড়ি থেকে নেমে হামলাকারীদের দিকে এগিয়ে যান রাহুল। কথা বলতে চান তাদের সঙ্গে। তবে পালিয়ে যায় তারা। কংগ্রেস সহ-সভাপতির উপর আক্রমণের প্রেক্ষিতে সমালোচনায় মুখর কংগ্রেস নেতৃত্ব। গুজরাট থেকেই যেহেতু প্রধানমন্ত্রীর উত্থান, তাই মোদির উদ্দেশেই বেশি সমালোচনা হয়। ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল বলেন, মোদির ভাষণ বা বিজেপির ছোঁড়া পাথর, কোনও কিছুই দমাতে পারবে না তাঁকে। কাপুরুষদের ভয় পান না তিনি।
এদিকে, গোটা ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছে বিজেপি। এই ঘটনায় তাদের দল কোনও রকম ভাবে জড়িত নয়। রাজ্য যখন বন্যায় ভাসছে, কংগ্রেস বিধায়করা তখন অন্য রাজ্যে গিয়ে মোচ্ছব করছেন। এই অবস্থায় এটি রাহুল গান্ধীর একটা নাটক বলেই একে ব্যাখ্যা করেছে গেরুয়া শিবির। বনাসকান্থা জেলায় কংগ্রেসের ৬ জন বিধায়ক রয়েছেন। বিজেপির অভিযোগ কোনও বিধায়কই বন্যা কবলিত এলাকায় যাননি। সবাই এখন বেঙ্গালুরুর রিসর্টে রয়েছেন, বিধায়ক কেনা বেচার হাত থেকে বাঁচতে বলে অভিযোগ তাদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.