সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মান্দসৌর যাওয়ার পথে গ্রেপ্তারির ঘটনায় রাহুল গান্ধীর পাশে দাঁড়াল দল। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে গোটা ঘটনাটির তীব্র ভাষায় নিন্দা করা হয়। পাশাপাশি কংগ্রেস সহ-সভাপতির গ্রেপ্তারিকে ‘অসাংবিধানিক’ অ্যাখাও দেওয়া হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির মতে, মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকার সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারকে খর্ব করেছে।
এক সাক্ষাৎকারে এ কে অ্যান্টনি বলেন, ‘ভারতের নাগরিক হিসেবে মধ্যপ্রদেশে গিয়ে আক্রান্ত কৃষকদের সঙ্গে দেখা করার এবং মৃত কৃষকদের পরিবারকে সমবেদনা জানানোর পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু রাহুলকে মান্দসৌরে যাওয়ার পথে আটকানোর কোনও অধিকার নেই মধ্যপ্রদেশ সরকারের। এটা অসাংবিধানিক। মৌলিক অধিকারের বিরুদ্ধে।’ এর পাশাপাশি এ কে অ্যান্টনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে হুঁশিয়ারি দেন, পরবর্তীকালে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে এবং গোটা দেশে তার প্রভাব পড়তে পারে।
আরেক কংগ্রেস নেতা মিম আফজল বলেন, ‘রাহুল যেখানেই যাচ্ছে, সেখানেই তাঁকে আটকানো হচ্ছে। এটা খুবই ঘৃণ্য কাজ। এই ধরনের কাজ করে সরকার পরিস্থিতি উত্তপ্ত করতে আরও ইন্ধন জোগাচ্ছে। রাহুলজি মধ্যপ্রদেশ গিয়েছিলেন কৃষকদের সমবেদনা জানাতে। কিন্তু এরকম ব্যবহার করা কখনই উচিত নয়।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার মান্দসৌর যাওয়ার পথে মধ্যপ্রদেশের নেমুচ জেলায় ভারতীয় দণ্ডবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে। পরে যদিও জামিনে মুক্তি পেয়ে পুলিশের গুলিতে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে, মান্দসৌরে পরিস্থিতি যেহেতু আগের তুলনায় কিছুটা স্বাভাবিক তাই সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। পাশাপাশি মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.