Advertisement
Advertisement
রাহুল গান্ধী

শাপে বর রাহুলের অনুপস্থিতি! সোনিয়ার নেতৃত্বেই সাফল্য পাচ্ছে কংগ্রেস

সোনিয়াকেই স্থায়ী সভাপতি করার দাবি উঠছে কংগ্রেসের অন্দরেও।

Rahul Gandhi's absence in Jharkhand gave Congress edge!

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 23, 2019 4:42 pm
  • Updated:December 23, 2019 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার ভরাডুবির পর রাজ্যস্তরের বিধানসভা নির্বাচনগুলিতে ঘুরে দাঁড়ানো শুরু করেছে কংগ্রেস (Indian National Congress)। হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে ভাল ফলাফল, মহারাষ্ট্রে রোমহর্ষক লড়াই শেষে শিব সেনার সঙ্গে জোট করে সরকার গড়া এবং সবশেষে ঝাড়খণ্ডের কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতা। একের পর এক ফলাফল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিচ্ছে।

অন্তত, কোন রাজ্যে কোন ওষুধে বিজেপিকে হারানো যাবে, সেটা কংগ্রেস নেতৃত্ব বুঝে গিয়েছে। মাত্র দু’মাসের মধ্যে জোট সমীকরণেও দুটি রাজ্যে বিজেপিকে টেক্কা দিয়েছেন তাঁরা। প্রশ্ন হচ্ছে, লোকসভার আগে যে কংগ্রেস শুধুমাত্র ক্ষীপ্রতার অভাবে গোয়া, মণিপুর, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে ক্ষমতা হারিয়েছে, তাঁরাই হঠাৎ এত আগ্রাসীভাবে জোট সমীকরণের দিকে এগোচ্ছে কীভাবে? রাজনৈতিক মহল বলছে, কংগ্রেসের এই পরিবর্তনের কারণ একটাই। সেটা হল শীর্ষ নেতৃত্বে বদল। রাহুলের (Rahul Gandhi) পরিবর্তে কংগ্রেসের শীর্ষপদে সোনিয়ার (Sonia Gandhi) বসা।

Advertisement

Sonia

[আরও পড়ুন: শরণার্থীদের নাম নথিভুক্ত করতে তৎপর বিজেপি, খোলা হচ্ছে বিশেষ শিবির]

রাহুল গান্ধীকে সরিয়ে সোনিয়া গান্ধী কংগ্রেসের শীর্ষপদে বসার পর থেকেই কংগ্রেস নেতৃ্ত্ব আবারও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। রাহুলের আমলে যে বর্ষীয়ান নেতারা কার্যত অকেজো ও নিষ্ক্রিয় হয়ে বসে গিয়েছিলেন, তাঁরা আবার সক্রিয় হয়েছেন। অভিজ্ঞ নেতারা মাঠে নেমে ভোট করতে না পারলেও, অন্তত জোট সমীকরণটা ভাল বোঝেন। তাছাড়া রাহুলের তুলনায়, সোনিয়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেক বেশি। আর তারই সুফল পাচ্ছে কংগ্রেস। তাছাড়া, কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলগুলির মধ্যে রাহুলের তুলনায় সোনিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সেটিও জোট গঠনের সময় কাজে লাগছে কংগ্রেসের।

Rahul-Gandhi

[আরও পড়ুন: ৭০ বছর পরেও মর্যাদার লড়াই লড়তে হচ্ছে মুসলিমদের, আক্ষেপ ওয়েইসির ]

কংগ্রেস নেতাদের একাংশ তাই সোনিয়াকেই স্থায়ী সভাপতি হিসেবে চাইছেন। যদিও, দলের সিংহভাগ মনে করছে, রাহুলই কংগ্রেসের ভবিষ্যৎ। তিনি দলকে এককভাবে শক্তিশালী করতে চাইছিলেন, জোট নিয়ে সেভাবে মাথা ঘামাননি। সেকারণেই রাহুলের আমলে জোট গঠনে সমস্যা হচ্ছিল। তবে, ভবিষ্যতে কংগ্রেসকে এগিয়ে যেতে হলে, রাহুলকেই আবারও ব্যাটন তুলে দিতে হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement