Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

নজরে ৩৫৫ লোকসভা আসন, কোন লক্ষ্যে ‘ভারত ন্যায় যাত্রা’য় নামছেন রাহুল?

'ভারত জোড়ো' আর 'ভারত ন্যায়', দুই যাত্রার মূল পার্থক্য কী?

Rahul Gandhi Yatra 2.0: Congress leader to cover several vital LS states | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 27, 2023 9:44 pm
  • Updated:December 27, 2023 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে চেয়েছিলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলেন। হিন্দি বলয়ে সেই ভারত জোড়ো যাত্রার বিশেষ প্রভাব পড়েনি। অন্তত বিধানসভা নির্বাচনের ফলাফল তেমনই ইঙ্গিত করছে। কিন্তু রাহুল গান্ধী দমছেন না। এবার ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন তিনি। উদ্দেশ্য একই, বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি। তবে আগেরবারের যাত্রা কোনও নির্বাচনকে মাথায় রেখে ছিল না। এবারের যাত্রা লোকসভার অঙ্ক মাথায় রেখেই করা।

৬৫ দিনের এই যাত্রায় রাহুল মোট ৬ হাজার ২০০ কিমি পথ পেরবেন। যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য ও ৮৫টি জেলা। কোন কোন রাজ্য দিয়ে যাবে রাহুলের যাত্রা? জানা যাচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: চেন্নাইয়ের আইওসি প্লান্টে প্রচণ্ড বিস্ফোরণ, মৃত ১]

সুকৌশলে এই যাত্রাপথ বাছাই করা হয়েছে। রাহুল যে যে রাজ্যগুলির উপর দিয়ে যাবেন, সেই রাজ্যগুলিতেই দেশের ৬৫ শতাংশ লোকসভা আসন পড়ে। মোট ৩৫৫টি লোকসভা কেন্দ্রে প্রভাব ফেলার চেষ্টা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও এই সব লোকসভার উপর তাঁর পা পড়বে না। কংগ্রেসের আশা, যে যে রাজ্যে রাহুল পা রাখবেন, সেই রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রেও তাঁর প্রভাব পড়বে।

[আরও পড়ুন: ‘দেশবাসীকে আঘাত করে এমন ভুল যেন না হয়’, কাশ্মীরে দাঁড়িয়ে সেনাকে বার্তা রাজনাথের]

আসলে যে ৩৫৫ টি আসন এই ১৪ রাজ্যে রয়েছে তার মধ্যে ২০১৯ সালে বিজেপি জিতেছিল ২৩৬টি আসন। কংগ্রেসের দখলে ছিল মাত্র ১৪টি। রাহুল ভালোমতোই জানেন বিজেপিকে হারাতে হলে এই ২৩৬ আসনের মধ্যে চিড় ধরাতে হবে। সেজন্যই এই রুট তিনি বেছেছেন। তাছাড়া এই রুটে সেই রাজ্যগুলিও রয়েছে যে রাজ্যে ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে আসনরফায় সুবিধা পেতে নিজেদের শক্তিও দেখিয়ে দিতে চায় কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement