Advertisement
Advertisement

মোদির নামে কুৎসা রটাচ্ছেন রাহুল, তোপ বিজেপির

তোপ বিজেপির!

Rahul Gandhi wanted to scare people with tremor remark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 9:09 pm
  • Updated:December 19, 2016 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির বিরোধিতা করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এমন বিস্ফোরক মন্তব্যই করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। কংগ্রেসের তরফ থেকে ক্রমাগত মোদির বিরোধিতাকে কেন্দ্র করেই এদিন রাহুলের নিন্দা করেন মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কংগ্রেস সহ-সভাপতি বলেছিলেন, সংসদে তিনি মোদির ব্যক্তিগত কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেবেন। অথচ এরপরেও তিনি জনতার দরবারে বহু বক্তব্য রেখেছেন। কিন্তু কিছুতেই নরেন্দ্র মোদির বিষয়ে কোনও দুর্নীতির তথ্য দিতে পারেননি। লোকসভাতেও কেবল হই-হট্টগোল করেই কাটিয়ে দিয়েছেন কংগ্রেসের সাংসদরা। কিন্তু মোদির বিরোধিতায় কোনও যুক্তিযুক্ত তথ্য খাড়া করতে পারেননি।

রাহুলের নিন্দা করার পাশাপাশি, এদিন নোট বাতিল ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন নকভি। বলেছেন, কংগ্রেসের সদস্যদের কাছে বহু কালো টাকা রয়েছে। সেই টাকা তাঁরা লুকোনোর সুযোগ পাচ্ছেন না। আর তাই তাঁরা ক্রমাগত নোট বাতিল সিদ্ধান্তের বিরোধিতা করে যাচ্ছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement