ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: ভোর চারটের সময়ে সোজা বাজারে পৌঁছে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সবজি বিক্রেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সবজির দাম নিয়েই কৌতূহল প্রকাশ করেন তিনি। কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান প্রাক্তন সাংসদ। দলীয় নেতার এই বাজার সফরের ভিডিও টুইট করেছে কংগ্রেস। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রামেশ্বরের এক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেছিলেন রাহুল।
দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বাড়ছে হু হু করে। ক্রেতাদের পাশাপাশি মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন সবজি বিক্রেতারাও। ক্রমাগত তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এহেন পরিস্থিতিতেই দিল্লির আজাদপুর মাণ্ডিতে পৌঁছে গেলেন রাহুল গান্ধী। সবজির দর নিয়ে বিক্রেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। দেশের বৃহত্তম সবজি বাজারের মধ্যে অন্যতম এই আজাদপুরের মাণ্ডি। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বাজার ঘুরে দেখেন প্রাক্তন সাংসদ।
जननायक राहुल गांधी जी आज दिल्ली की आजादपुर मंडी में सब्जी और फल विक्रेताओं से मिले।
राहुल जी ने उनकी समस्याओं को जाना और समझा।
भारत जोड़ो यात्रा जारी है… 🇮🇳 pic.twitter.com/g0PuMD3tEi
— Congress (@INCIndia) August 1, 2023
দিল্লির বেশ কিছু এলাকায় ২০০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে। ১০০ পেরিয়েছে অন্যান্য সবজির দাম। এহেন পরিস্থিতিতে বিপাকে পড়া সাধারণ মানুষের সমস্যা উপলব্ধি করতেই রাহুলের বাজার সফর। তাঁর ভিডিও টুইট করে কংগ্রেসের তরফে বলা হয়েছে, “জননায়ক রাহুল গান্ধী আজাদপুর মাণ্ডিতে গিয়ে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। কারণ তিনি মানুষের সমস্যার কথা বোঝেন।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হাঁটুর চিকিৎসার জন্য কেরলে গিয়েছিলেন। সেই সময় রামেশ্বরের এক সবজি বিক্রেতার সঙ্গে তাঁর দেখা হয়। জলভরা চোখে তিনি কংগ্রেস নেতাকে জানান, “টমেটোর অনেক দাম, তাই কেনার সামর্থ্য নেই। আদৌ টমেটো বিক্রি করতে পারব কিনা জানি না। যদি গুদামে রেখে দিতে হয় তাহলে আবার লোকসানের মধ্যে পড়তে হবে।” এই কথোপকথনের ভিডিও টুইট করে রাহুল লিখেছিলেন, দেশকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.