সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে প্রতারণা৷ ৪ দিন ধরে আটকে রেখে ৪০জন মিলে লাগাতার ধর্ষণ করা হল চাকরিপ্রার্থী তরুণীকে৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হরিয়ানায়। অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে নির্যাতিতাকে৷ ঘটনার নিন্দায় সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷
The rape of a young woman in Haryana, by 40 men, has shocked & disgusted me. Ironically, today in Parliament, I had drawn attention to the issue of growing violence against woman. As a nation, we must hang our heads in shame, for our inability to protect this daughter of India. pic.twitter.com/5rYqBeqZRq
— Rahul Gandhi (@RahulGandhi) July 20, 2018
নির্যাতিতার দাবি, হরিয়ানা গেস্ট হাউসের এক কর্মীর সঙ্গে পরিচিতি ছিল তাঁর৷ চাকরি দেওয়ার নাম করে গেস্ট হাউসে ডেকে আনা হয় তরুণীকে৷ ১৫ জুলাই থেকে একটানা চারদিন ধরে গেস্ট হাউসে আটকে রাখা হয় তাঁকে৷ সেখানেই মোট চল্লিশজন তাঁকে ধর্ষণ করে৷ সুবিচারের আশায় চণ্ডীগড় থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি৷ কিন্তু সেখানেই তাঁর অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ জানান নির্যাতিতা৷ এরপর পঞ্চকুলা থানার দ্বারস্থ হন তিনি৷
ঘটনার তদন্তে এএসপি অংশু সিংলার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতরা প্রত্যেকেই ওই গেস্ট হাউসের কর্মী৷ পঞ্চকুলার ডিসিপি রাজেন্দর কুমার মিনা বলেন, ‘‘ঘটনার তদন্তে গড়িমসির অভিযোগে দুজন এএসআই ও একজন মহিলা পুলিশ আধিকারিক ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে৷’’ পুলিশের তরফে আরও জানান হয়েছে, ধৃত দুজনকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
এদিকে, শুক্রবারই সংসদের বাদল অধিবেশনে নারী নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বলে তোপ দেগেছিলেন তিনি৷ ঠিক সেদিনই সামনে আসে হরিয়ানার এই নারকীয় ঘটনা৷ টুইটে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সরকারি গেস্টহাউসে গণধর্ষণের ঘটনার জোরাল সমালোচনা করেন তিনি৷ টুইটে রাহুল লেখেন, ‘‘চাকরি দেওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের ঘটনায় লজ্জায় মাথা হেঁট যাচ্ছে৷ এই ঘটনায় স্তম্ভিত৷’’ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানান কংগ্রেস সভাপতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.