Advertisement
Advertisement
Rahul Gandhi

মোদিকে নকল করে চমক দেওয়াই লক্ষ্য, ঢোল বাজিয়ে ফের প্রচারের আলোয় আসার চেষ্টা রাহুলের

বাজনাদারদের সঙ্গে ঢোল বাজালেন, প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়ে হাঁটলেন রাহুল গান্ধী।

Rahul Gandhi tries to 'copy' PM Modi as he joins Bharat Jodo Yatra with various activities | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 27, 2022 9:58 pm
  • Updated:October 27, 2022 9:58 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: প্রচারের আলোয় থাকতে নরেন্দ্র মোদির পাল্টা সোনিয়াপুত্রর! হাঁটছেন তিনি। হাঁটতে হাঁটতেই প্রচারের আলোয় থাকতে চেষ্টার কসুর করছেন না। কখনও দৌড়চ্ছেন। আবার কখনও জুতোর ফিতে বাঁধছেন। কখনও মায়ের পায়ে হাত দিয়ে জুতো পরিয়ে দিচ্ছেন। ‘ভারত জোড়ো যাত্রা’য় প্রতিদিনই চমক দেওয়ার চেষ্টা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। যেমন পদযাত্রার ৫০তম দিনে বাজনাদারদের সঙ্গে বাজালেন ঢোল। আবার ভারতীয় দলের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের (Md. Azaharuddin) সঙ্গে হাত ধরাধরি করে হাঁটলেন। নির্বাচনের মতো যে কোনও বড় পরীক্ষায় মোদি যেমন দাঁড়ি কাটেন না। তেমনই পদযাত্রার শুরুর দিন থেকে দাঁড়িতে ব্লেড দেননি সোনিয়াপুত্র। নিজের ‘পাপ্পু’ ইমেজ কাটাতে মোদির মতো কংগ্রেসের যুবরাজের এহেন চমক বলেই মনে করছে রাজনীতিকরা।

কংগ্রেস সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) অভিষেক ও দীপাবলির জন্য তিনদিন ‘ভারত জোড়ো যাত্রা’ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কংগ্রেস (Congress)। দিল্লিতে ফিরে খাড়গের হাতে দলের দায়িত্বভার তুলে দিয়ে ফের দলের নেতা-কর্মীদের সঙ্গে পা মেলালেন রাহুল। এদিন সকালে তেলেঙ্গানার মেহবুব নগর থেকে ৫০তম দিনের পদযাত্রা শুরু করে কংগ্রেস। ৫০ দিনে ‘ভারত জোড়ো যাত্রা’ তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানার ১৮টি জেলার প্রায় ১২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। রাহুল পুরো পথ হেঁটেছেন বলে জানান কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

Advertisement

[আরও পড়ুন: ভাইফোঁটায় নয়া সমীকরণ? ৬ বছর পর ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, গেলেন শোভন-বৈশাখীও]

তেলেঙ্গানায় (Telengana)১১দিন পদযাত্রা চলবে বলেও জানান তিনি। সেখান থেকে মহারাষ্ট্রে ঢুকবে ‘ভারত জোড়ো যাত্রা’। তবে এদিন হাঁটতে হাঁটতেই নারায়নপেট জেলার মাখতালে স্থানীয় বাজনা শিল্পীদের সঙ্গে সময় কাটান রাহুল। আচমকাই হাতে তুলে নেন ঢোল। গলায় ঢোল ঝুলিয়ে হাতে কাটি নিয়ে বাজনা শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে তা বাজানও। দুপুরে স্থানীয় কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগ শোনেন। এরপরেই রাহুল অভিযোগ করেন, মোদি সরকারের জমানায় কৃষকদের দুর্দশা বেড়েছে। প্রতি বছর অভাবের তাড়নায় কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। রাজ্যের শাসকদল টিআরএসকেও (TRS) এর জন্য দায়ী করেন। অভিযোগ করেন, “কৃষকদের দুর্দশা লাঘব করতে টিআরএস সরকার ব্যর্থ হয়েছে। ২০১৪ থেকে প্রায় সাড়ে ছ’হাজাক কৃষক এই রাজ্যে আত্মহতা করেছে। আসলে বিজেপি ও টিআরএস একই মুদ্রার দু’পিঠ। তাই কোনও সরকারই কৃষকদের জন্য ভাবে না।”

[আরও পড়ুন: ঝালদায় ইস্তফা তৃণমূল কাউন্সিলরের, দলবদলের অঙ্কে শাসকদলের হাতছাড়া আরও ১ পুরসভা?]

আগামী বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেসের ইস্তাহারে কৃষকদের জন্য বড়সড় ঘোষণা থাকবে বলে জানান তিনি। তবে এদিনের পদযাত্রার আকর্ষণ ছিলেন আজহারউদ্দিন। তেলেঙ্গানা কংগ্রেসের কার্যকরী সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক রাহুলের সঙ্গে পা মেলান। তাঁর দাবি, এই রাজ্যে কংগ্রেসের সংগঠন দুর্বল ছিল। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা মানুষের মধে্য বিপুল সাড়া ফেলেছে। আগামী নির্বাচনে তার ফলও কংগ্রেস পাবে বলে দাবি আজহারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement