ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাসে পদপিষ্টদের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধী। এই কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। গত মঙ্গলবার হাথরাসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এহেন পরিস্থিতিতেই সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা।
কেসি বেণুগোপাল জানিয়েছেন, “হাথরাসের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্য হাথরাসে যেতে চাইছেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে গিয়ে আহত এবং স্বজনহারাদের সঙ্গে কথা বলতে চান।” তবে আপাতত লোকসভার অধিবেশন চলছে। তার মধ্যে কবে উত্তরপ্রদেশ যেতে পারবেন রায়বরেলির সাংসদ, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কংগ্রেসের তরফে অবশ্য রাহুলের (Rahul Gandhi) হাথরাসযাত্রা নিয়ে কোনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, হাথরাসের (Hathras Stampede) ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে, উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। আরও অভিযোগ, আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি তেমনই পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন। এত কিছুর পরও নাকি এফআইআরে ভোলে বাবার নাম নেই। উল্লেখ্য, এই ভোলে বাবাকে কেন্দ্র করেই আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।
মর্মান্তিক ঘটনার ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরে অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ প্রশাসন জানায়, এই ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে ২ জন মহিলা এবং ৪ জন পুরুষ। ওই ৬ জনই সৎসঙ্গের ‘সেবাদার’ অর্থাৎ স্বেচ্ছাসেবী ছিলেন। ঘটনার পরই পালিয়ে যান এই ৬ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.